Monday, August 2, 2021

 

অর্ক চট্টোপাধ্যায়ের কবিতা 




অতীতের মৃতেরা কি জানলো না
বর্তমানের মৃত্যুসমগ্র?
পেপারওয়েটের ভিতর
অসহায় বুদবুদ যেভাবে
একদশক পর হঠাৎ মিলিয়ে যায়।।


অবসাদের দুইটি প্রদীপ,
সমান্তরাল জ্বলে।।
মোমের গলন,
পদস্খলন,
একলা বয়ে চলে।।


ছবিতে নয়, হাতের লেখায়,
স্বল্পভাষে মনে করি তোমায়!
পিছিয়ে পড়ে পিছন-সময় দেখা,
কলম ভাঙলে আঙুল জুড়ে তোমার
দুঃখকষ্ট যত্ন করে রাখা।।


আতস কাঁচের আলো!
বন্ধুমুখের সুপ্রাচীন সে আলো!
বিকেল ভুলে অপার সন্ধ্যা নামলে,
বিস্মৃত শরাফতের সে আলো!
লাঙলসীমার আলো!
বিবেকবন্দী আলো!
বাতিঘরের পাহাড় থেকে,
গণকণ্ঠের হকিকত সে আলো!


মালারমের লেখা পড়ে বুঝি
বইয়ের রহস্যবাস গভীরতায়
সরল জটিলায়িত হয় পাতার ভাঁজে
পাতা খুলে ধরলে প্রান্তবরাবর
ঘনিয়ে আসা অন্ধকারে মালারমের গ্রন্থরূপ
শিলালিপির কথকতা হয়ে বাঁচে।।

1 comment:

  1. খুব ভালো লাগল। যেভাবে ভেবেছ। ধরনটা ভীষণ ভালো লাগল।

    ReplyDelete