দ্বীপ
নীপবীথি ভৌমিক
প্রতিবার একার ভিতরে একটা আশ্চর্য নদীর জন্ম হয়
যার চারপাশ ঘিরে জেগে থাকে অসংখ্য বিছিন্ন দ্বীপ ,
সবুজ আর সবুজ। সুর ভেসে আসে
প্রাচীন শিকড়ের আশ্রয় থেকে!
আমি হাত পাতি। আশ্রিতা করে দিই নিজেকে
প্রতিটি প্রজন্মের আলোর কাছে
অথচ, নদী জুড়ে শুধু খরা,
ঢেউ নেই , স্রোতহীন পৃথিবীর গল্প যেন
কারা লিখে গিয়েছে সাদা পেন্সিল দিয়ে ;
প্রতিবার একার ভিতরে একটা
আশ্চর্য আষাঢ় নামে।
পরিযায়ীরা ফিরে আসে শীতে আবার এপথে,
অথচ ভরা মাঘেই নদী ভরে উঠে আবার স্রোতে।
No comments:
Post a Comment