Tuesday, August 3, 2021

 

নৈঃশব্দের কথোপকথন 

(প্রিয় জয়দেবদা স্মরণে) 

শু ভ ম য়  স র কা র
--------------------------------


শব্দহীন 
আর কোনো আলোড়ন নেই
আর কোনো দীর্ঘতর যবনিকা বা ছায়াপথ নেই
সেইসব আলোড়নহীন ছায়াপথে 
আরও কোনো গভীর শব্দনির্মাণে
হেঁটে চলেছো তুমি। 
যে পথ সোজা গেছে পরবাসে
অথবা প্রাচীন বটবৃক্ষ তলে
যেখানে জোড়া বটের উদাসিন সঙ্গম ছাড়া 
আর কোনো শব্দ-কোলাহল নেই।
সেইখানে চৈত্রদুপুরে 
মহানন্দার গোপন ডেরায়
নাগের বাজার গিরিখাদে, মহাফেজখানায়
হিলকার্ট রোড কিংবা এক্সাইডের রাজপথ বেয়ে
চটজলদি ফিরে এসো জয়দেবদা 
আমি তো আর এস চতুর্দশপদী নিয়ে 
অপেক্ষায় আছি 
অ্যালবেট্রাস দেখব বলে।

No comments:

Post a Comment