Tuesday, August 3, 2021

 ফারহানা রহমানের কবিতা

কবিতা করিডোর



 

সূর্যাস্তের পর


আরও কিছুক্ষণ জেগে থাকো

দ্যাখো এখনো রয়েছে 

শ্রবণের দীর্ঘ অপেক্ষা! 

প্রেমের শীতল বৃত্তের মতো যতিচিহ্ন হয়ে ঝুলে আছে 

এখনো হাজারো শব্দময় বার্তা,

আরেকটু জেগে থাকো

চলো ওই অদৃশ্য গন্তব্যের দিকে হেঁটে যাই

জন্মাবধি পিপাসার্ত প্রেমিক হৃদয়ে

পাওয়া না পাওয়ার নিদারুণ এক ধন্দ রেখে চলে গেছ বহুদূর 

আর দেহ থেকে হৃদয়কে ছিন্ন করেছ

নিপুণ কৌশলে, হয়তো সেভাবেই রাস্তার ধুলোয় গড়াগড়ি খায় 

ভেঙে যাওয়া পুরনো আয়নার টুকরোগুলো।

আমিও এখন অবিরাম বেদনায় বৃত্তাকারে ঘুরে বেড়াই একটি ক্ষয়ে যাওয়া চাঁদের মতো

আর কোনো অভিযোগ নেই 

নেই কোনো অভিমান 

দীর্ঘ প্রতীক্ষার পরে 

ক্লান্ত, অবসন্ন আমি। অনুতপ্ত হয়ে ফিরে গেছি পরিশুদ্ধ হবো বলে 

পাথর যখন মোহ সৃষ্টি করে 

শেকড়ের গভীরে ব্যথার নৈঃশব্দ্যের আরাধনা শুরু হয় 

আর ভালোবাসা মরে গেলে বাসি অনুভূতিগুলো থেকে চারিদিকে শুধু দুর্গন্ধ ছড়ায়...


No comments:

Post a Comment