Sunday, July 26, 2020





গল্প বলা
মানিক সাহা

যেভাবেই বলো, সমুদ্রের দিকে সাইকেল চালিয়ে যাওয়ার মতো
মনোরম ভাবে বলতে পারবে না।

এখানে আবাদের জমি। মাঝে মধ্যে অবিশেষ রক্তের দাগ।
বায়ুস্তর ভেদ করে বৃষ্টি ও জলের আহ্বান খেলা করে।

এখানে বালির রুপালি চমক নেই।  ধারে ধারে ঝাউ আর কাজুবাদামের গাছ নেই।

সিক্ত গন্ধময় সে এক স্বপ্নের দেশ -
নির্বাচন নেই বলে স্বার্থের হানাহানি নেই।

সাইকেল চালিয়ে যাওয়া - মায়াময় গোধুলির বেলা - বড় ম্যাজিক্যাল।
যত পাতা উড়ছে তার প্রতিটিতে 
হাওয়া লেগে গুড়ো হয়ে যাওয়া আলো লেগে থাকে। 
বাতাসে পাখির দল ডুব দেয় গুড্ডির মতো...

যেন অনিশ্চিত বলে কিছু নেই এইখানে -
অনিশ্চিত শুধু  বাউন্সার। ডাক করতে হয়। কিংবা সাহস করে হুক।
বাকি সব শর্টপিচ। ইচ্ছে মতো গল্প বানাও। ইচ্ছেমতো জল ঢালো গাছে। 

বলো তবে সুপবন, সমুদ্র থেকে আনা সেই পুরাতন শঙ্খ'র ইতিহাস বলো।

No comments:

Post a Comment