Sunday, July 26, 2020


কাজী সাহেব ও নজরুল     
স্বপন রায়

কে বাসিনী না জেনেই আস্তে গড়া বিয়োগে এক যোগের নিয়মে ঢুকে পড়া এই H2O
স্ট্রিং-এ পালতোলা হাওয়াই
দ্বীপ ভাবলে দ্বীপ
বা চপ্পল
যখন এক চায়ের গমন নীতি খসে পড়ল অম্বুজ প্রিন্টিং মেশিনে
জল-ই-জল এই জলবাহারে প্যাঁচানো
সেও কী চিবুকের তিলে
ছিল ঢুঁ মারার অভ্যাস,ছিল ফ্লুয়ের বাসিন্দা
সারাক্ষণ জ্বর
সারাদিন জল
সারারাত সাগরে ভেসে যাওয়া চুলের বিকল্প সেও কী
রাতে পোহায়
দিনে জুতোর ফিতে বাঁধার সময় গেয়ে ওঠে দ্বীপ’কে, চারুলতায়

কাজী সাহেব জল শুনছেন
নজরুল তাঁকে শোনার ভঙ্গী দাও,ভৃগুছাপ

No comments:

Post a Comment