Sunday, July 26, 2020





কাঁটাতার 
আশিস গোস্বামী

গৃহনাম স্মারকে রাত জেগে বসে থাকা মেঘ।
মেঘের পায়ে না ছিল পায়চারি 
না আকরিত ধুলিয়া যামিনী 

জমে যাওয়া ডাকবাক্স
এক নদী নৌপার চৌপার
বিশ ঘোড়া বার্ধক্যে
দ্বারভাঙা অভ্যাসগুলো

তো বাপেরও জন্ম হয় বাপান্তে
তিনকাল ছলাৎ কাহিনী 
মোহরের সপ্ত মুদারম
            গোধূলি ঝলক ঝানানা

এখানেই ছিল উথালি হাইওয়ে
দূর জংশনে সমবেত তালি
পিসি হেঁটে যায়
ভ্যানিটি ব্যাগ 
দোল দোলা
আর একটা আনমনা কাঁটাতার

No comments:

Post a Comment