Sunday, July 26, 2020


মনামী সরকারের দুটো কবিতা 
চিত্রঋণ : কৌশিক বিশ্বাস 
আবেগ


আবেগহীন মন ,আর খোলা তলোয়ার অতর্কিতেই রক্তাক্ত করে দেয় |
        আলমারিতে তুলে রাখা সঞ্চিতা হাতে নিয়ে,চা খেতে খেতে,ঘামের গন্ধ পাওয়া যায় না|
         যেটা লেগেছিল প্রতিটা চা পাতার গায়ে |
 বাষ্পের সাথে তা উবে গেছে |




শিকল


আবেগ গুলোকে কালো অক্ষরে বাঁধতে চাই |
    দেখি সেগুলো তো আগে থেকেই শিকলে বাঁধা |
       ঘষা কাঁচ ভেদ করে রোদ এসে পৌঁছায় যখন,
    ঘর তাতে আলো হয় না |
                হয়না গরম মাটি|   
      রাজতন্ত্র নাকি সেই 
 চলে গেছে কবে |
          গণতন্ত্র নানা রঙে পড়েছে চাপা |

No comments:

Post a Comment