Sunday, July 26, 2020





স্নানবিষয়ক 
নীলাব্জ চক্রবর্তী



যে একটা রঙ। ক্রমে একটার পর একটা মনমরা কাগজ। ভাঙছে। দেখি এক পড়ে যাওয়া ঋতু। ভাল আছি এই টুকরো টুকরো দিন। মানডে ব্লুজ। এবং ফাঁপা সিনট্যাক্স। এবং নির্বাসনের ভেতর আমি তার ভাষা। একটা স্কেল-চেঞ্জিং দুপুর। ঘুমের টেক্সচার কত জরুরী হয়ে উঠল। ব্লাশ করল। কাঁচের গভীর দিয়ে চলে যাওয়া একটি নাম। পাথর সাজিয়ে রেখেছে। অবপথ। ছায়া ও মুকুরের পরে যে শ্রম। সময় ভেবেছে। শুধু ক্যামেরা এলেই আমাদের কন্টিন্যুইটির কথা মনে পড়ে। একটা কাঠের স্মৃতি পর্যন্ত এই আঙুল। গতকালকের ঠিক এইসময়ের স্নানবিষয়ক কবিতা আজকেও একইরকম ভেজা ভেজা হয়ে...

2 comments:

  1. খুব ভালো লাগলো । যদিও জানি এভাবে বললে তোমার কবিতার প্রতি ঠিক বিচার হয় না।। আবার তোমার লেখা এমন একটা স্তরে নিয়ে যায় চুপ থাকতেই বেশি ভালো লাগে আমার। ছোট বেলায় আমি পুকুরের ধারে এভাবে চুপ করে বসে থাকতাম

    ReplyDelete