Sunday, July 26, 2020


বিবেক রায়ের কবিতা 
টি শার্ট 
তোমার আমার মাঝে এক বিশাল দেওয়াল 
সে দেওয়াল দেখা যায় না শুধু  আঘাত করে 
খাওয়া থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত অস্ত্র চালায় 
তিলে তিলে মৃত্যুর পাহাড় গড়ে 
তুমি বলতে পারো এ পৃথিবী কার টি শার্টের হেংগারে ঝুলিয়ে আছে 
তুমি হয়তো নিজেও জানো না 
তোমার পায়ে কতো পথ তৈরি হয় 
তবু তুমি মৃত্য তুমি ভিতু তুমি নিষ্পাপ 
শেষে তুমি হেরে গেছো
আমাকে দেক আধ পেট খেয়েও
আলো আর অন্ধকারের মাঝে আমি বেঁচে থাকার লড়াই করছি
কষ্ট হয় তবু মাথা নত করি চিৎকার করে বলি 
এ পৃথিবী আমি ভালো আছি 
আমি আজও ছুটি যেখানে শান্তি 
অন্ধকার হলেও চলবে 

No comments:

Post a Comment