Sunday, July 26, 2020




উদয় সাহার কবিতা 
সাবওয়ে থেকে সরে এসে  

সেলাই ফোঁড়ের কাজটা শেষ করে জানালার গলা ধরে দাঁড়াই 
অথবা রোদ নিয়ে বসি মুড়ির বাটিতে 

পাপোশ পেরিয়ে যাওয়া অংকে পানের পিক, থুতু ;
বসার ঘরে আল্যার্জি 

শাকের পসরার কাছে যাই। বলি, 
কুলেখাড়া পাতা আছে ?      
লাওয়ারিশ কাচপোকার মত উড়ে আসে 
ছোট মাছের ভাবনা ... 

ওহে সাধুখাঁ, একটা স্যাঁতসেঁতে সাব-ওয়ের পাশে 
লিখে রাখি তোমার লাবণ্য 

জিওলমাছটা বঁটির দাঁতে এলে বুঝতে পারি 
কত সুন্দর তোমার খোলা চুল 
আর এই শ্রাবুনো মেঘ           



1 comment:

  1. আপনার কবিতা প্রথম পড়লাম। অনবদ্য ��
    -মিন্টু দাস

    ReplyDelete