হকারের সূর্যাস্ত বর্ণময়
রুমা ঢ্যাং অধিকারী
গুগলের অষ্টপ্রহর ধাঁচে মিশে যাচ্ছে ক্রেতার সার্চ
পেকে উঠছে ঘুড়ির লকলকে জিভ
দৃষ্টির ভঙ্গিমাতেও ফিরে এসেছে স্নানার্থী বিকেল
পাঁচিল ডিঙোনো লাগাম নিয়ে তবু এখনও শুয়ে আছি
প্রেরণবিহীন প্রস্তাবনায়
লড়াকু বায়নাগুলো, টপকানো সিঁড়িগুলো
মিলিয়ে যাচ্ছে এক হাটখোলা দরজায়
সাইকেল ভ্যান গড়িয়ে গেলে
দেহাতি শরীর হাঁক পাড়ে, শব্দ ফেরি হয় গলির মোড়ে মোড়ে
ওখানেই ঝুঁকে আছে চাঁদের হাট
বিলি করে রাখি লোহাগড়া আবাসন
হকারের সূর্যাস্ত যদি হয় বর্ণময়
আড়ম্বর যেন উৎসবের নিপাট আয়োজন
No comments:
Post a Comment