সায়ন্তনী হোড়ের দুটো কবিতা
চিত্রক্ষত ও অন্যান্য
বাক্য ছিঁড়ে বেরিয়ে আসে ক্ষতের সম্রাজ্য
স্কেলের রেখায় আকাশ ভাগ হয়ে চলেছে
ঘৃণার বিপরীতে বুদবুদ ছড়ানো
সম্পর্কের দ্রাঘিমাংশে লয় কেটে গেলে
এক লবণহীন অনুভূতি পড়ে থাকে
শিলালিপি ক্ষয় হতে হতে
একসময় পাথরের কাছে ঋণী হয়ে যায়
তখন ফুলের মধ্যে জেগে ওঠে
এক পচনশীল মুহূর্তের চিত্র...
অভিসার
ফুলের সুবাসের পাশে দূষিত হচ্ছে
রক্তবিন্দু
জঠোর ভর্তি সোহাগের আলো ছড়িয়ে পড়ছে
ঘাসের কোণায় কোণায়
আঁচড়ের মুঠোয় খিদের স্বাদ লেগে আছে
একটা শহুরে প্রেমের জ্যামিতিক নকশা
আটকে আছে আকাশের নাভিমূলে
বাক্য ছিঁড়ে বেরিয়ে আসে ক্ষতের সম্রাজ্য
স্কেলের রেখায় আকাশ ভাগ হয়ে চলেছে
ঘৃণার বিপরীতে বুদবুদ ছড়ানো
সম্পর্কের দ্রাঘিমাংশে লয় কেটে গেলে
এক লবণহীন অনুভূতি পড়ে থাকে
শিলালিপি ক্ষয় হতে হতে
একসময় পাথরের কাছে ঋণী হয়ে যায়
তখন ফুলের মধ্যে জেগে ওঠে
এক পচনশীল মুহূর্তের চিত্র...
অভিসার
ফুলের সুবাসের পাশে দূষিত হচ্ছে
রক্তবিন্দু
জঠোর ভর্তি সোহাগের আলো ছড়িয়ে পড়ছে
ঘাসের কোণায় কোণায়
আঁচড়ের মুঠোয় খিদের স্বাদ লেগে আছে
একটা শহুরে প্রেমের জ্যামিতিক নকশা
আটকে আছে আকাশের নাভিমূলে
No comments:
Post a Comment