Sunday, July 26, 2020










হরিৎ বন্দ্যোপাধ্যায়-এর দুটি কবিতা


শব্দ


এক একটা শব্দ সকাল থেকেই অন্ধকার
প্রতিটা অক্ষরের গায়ে যেন জ্বর
তারা জোট বাঁধলেই চারপাশে কুয়াশা
কেমন একটা ঠান্ডার পরিমণ্ডল

ওই শব্দের বাক্যগুলো
মনের ওপর জট বেঁধে থাকে
ছড়িয়ে পড়ে স্যাঁতস্যাঁতে ভাব
পৃথিবী একেবারে কালো করে দেয় ।

সূর্যদিনেও আলো চেনা যায় না কিছুতেই ।





পাশে আছি



বলি বটে " চিন্তা করো না, পাশে আছি "
তারপর নিজেকে প্রশ্ন করি ----- কিভাবে ?
একসঙ্গে ছবি তোলার মতো পাশে গিয়ে দাঁড়ানো ?

মনে মনে নিজেকে বলি -------
দাঁতে দাঁত চেপে হাতের মুঠো শক্ত করো
আর নিজের ওপর পরিমাণমতো বিশ্বাস নিয়ে এসো

শুধু আমি কেন, তোমার পাশে কেউ নেই
তোমার কারও সাহায্যই লাগবে না

তুমি কি আমার ওপর ভরসা করে পৃথিবীতে এসেছো ?







No comments:

Post a Comment