দ্য সার্কেল অব্ লাইফ
জ্যোতির্ময় মুখোপাধ্যায়
নরক পেরিয়েই স্বর্গে যেতে হয়
জানিয়েছিলেন দান্তে
জানিয়েছিলেন ব্যাসদেব
একটা নিখুঁত সার্কেল
অতিক্রম করতে হয় আমাদের প্রত্যেককেই
মৃত্যুর পর কী আছে, এটা না জেনেও
এই জীবনেই এরকম অসংখ্য
সমকেন্দ্রিক বৃত্তের মধ্যে
কাটাতে হয় আমাদের পুরো জীবন
যার পরিধি ধরে হেঁটে চলি আমি একা
এবং কেন্দ্রে
নির্ভার, পূর্ণ এক আমি
পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে
No comments:
Post a Comment