Sunday, July 26, 2020


ছক্কা
দেবাশিস মুখোপাধ্যায়

১.
জানালার ব্যাকরণ ভেঙে
ফিরে এল শ্যামলী জলা
শরীরে সে রেখেছে মৃত ব্যাঙ
 পেট হওয়া পলিথিন আর কালো শ্যাওলা
 দৃষ্টিদোষে সাজি
 অন্ধ
২.
তেরাত্তির
পার করার পর
সে ছায়ামূর্তি হলো না
শুধু পড়ে থাকল ফাটা মালসা
পোড়া ভাত
শুকনো রক্তে এক টুকরো চাঁদের ভ্রুণ

৩.
দোলনা ভেবে নেয়
কেউ আছে
পড়ে পাওয়া লং প্লে গ্রামাফোনে
 গান
 দুলিয়ে দিচ্ছে যা দুলবার নয় বাতাসে
 লজ্জায় হলুদ মাখছে পাতা
৪.

অন্ধকারে এসেছ
গায়ে নিয়ে চাঁদ
মেঘের নকশা তাতে আঁকা
পুকুর 
তুলে নেয়  তার চোখের রেটিনায়
মাছেরা স্থির হলে হঠাৎ বৃষ্টি নামে

৫.

কথা মেখেছে রূপ
তার আয়নায়
ডানায় ডানায় ধরেছে উল্লাস
যেন অনন্ত বশ করেছে সে
ঠোঁটের কারুকাজে এক ব্যঙ্গ চিত্র আঁকা
অজান্তেই


No comments:

Post a Comment