নদী
নীপবীথি ভৌমিক
সমস্ত অন্ধকার ফিকে হয়ে আসে আবার পৃথিবীর সুদীর্ঘ চোখে
এই যে নদী বয়ে যায়,
বুকে রেখে নিয়ে যায় অজস্র কথা-জলের গল্পকণা
আলো হয়ে আসে জানো
এদেশ, এ পৃথিবীর যত অন্ধ কোণ !
অথচ, ক্ষত কি শুধু তোমারই বুকে বাজে?
রক্তপাত হয় কি শুধু শূন্য হাতে
আমাদের দুকূল উজাড় করে বয়ে যাওয়া
ঘোরদোর ভাসিয়ে ?
নদী সব চেনে। যেমন চেনে সে
শুষ্ক মাটির ব্যথা !
একার থেকে একলা হলে
তবেই না নিজেকে চেনা !
No comments:
Post a Comment