পার্থ সারথি চক্রবর্তীর দুটো কবিতা
১৷ ঈশ্বরী
একফোঁটা জল, মুক্তোর মত।
কিংবা আকাশ থেকে একটা দলছুট তারাকে।
অনুভূতির রিখটার স্কেলে মেপেছ কখনো
হৃদয়ের কম্পন, অব্যক্ত ব্যথা ।
জানি, তোমার ও সীমাবদ্ধতা আছে,
তাই বলে ঈশ্বরী হবার চেষ্টা ছাড়বে না;
নাকি জনমদুখী নারী হয়েই থাকবে !
২৷ আবর্তন
ভেসে যাওয়া কালো মেঘগুলো যেন
আমার যাপিত দিন, দন্ডিত জীবনের।
পিঁপড়েরা মিছিল করে কষ্ট মিনারের অভিমুখে ।
ওদের পিঠে জমে অবসাদের ক্লেদ
আর যন্ত্রণার কক্ষপথ ধরে,
মেঘগুলোকে জাপটে আবর্তিত হতে থাকি
আজন্ম, আবহমান কাল ।
No comments:
Post a Comment