অনুগল্প
দুর্ঘটনা
বাপ্পাদিত্য জানা
বাপ্পাদিত্য জানা
রাগ হলেই মনালি বাপের বাড়ি যায়। রাগ করে গেলেই অনিলের কোনও না কোনও দুর্ঘটনা ঘটবেই।
একবার প্রচন্ড জ্বর। ডাক্তার ডাকতে হয়েছিল। মনালির খারাপ লেগেছিল।
একবার রাস্তা পার হতে গিয়ে অটোর পিছনের দিকে কাণায় লেগেছিল। ব্যথা ছিল অনেক দিন। মনালি গিয়ে গরম সেঁক দিয়ে সারিয়ে তুলেছিল।
এবার কি হবে কে জানে!
ক'দিন গেলেই রাগ কমে যায় মনালির। তখন অনিলের জন্য মায়া হয়। আর যাই হোক মানুষটাতো খারাপ না।আমায় বিশ্বাস করে। কুকর্ম নেই।সময় দেয় কম কিন্তু তাচ্ছিল্য নেই। মনালি মনে মনে ভাবে। তবু মাঝে মধ্যে রাগ হয়ে যায়।
মনালির মনটা আজ ভালো লাগছে না। সাত সকালেই উঠোনে ডাকাডাকি করছে কাক।
বাড়ি ফিরবে।
ফোন করল। রিং হচ্ছে। রিসিভ হচ্ছে না।
একবার প্রচন্ড জ্বর। ডাক্তার ডাকতে হয়েছিল। মনালির খারাপ লেগেছিল।
একবার রাস্তা পার হতে গিয়ে অটোর পিছনের দিকে কাণায় লেগেছিল। ব্যথা ছিল অনেক দিন। মনালি গিয়ে গরম সেঁক দিয়ে সারিয়ে তুলেছিল।
এবার কি হবে কে জানে!
ক'দিন গেলেই রাগ কমে যায় মনালির। তখন অনিলের জন্য মায়া হয়। আর যাই হোক মানুষটাতো খারাপ না।আমায় বিশ্বাস করে। কুকর্ম নেই।সময় দেয় কম কিন্তু তাচ্ছিল্য নেই। মনালি মনে মনে ভাবে। তবু মাঝে মধ্যে রাগ হয়ে যায়।
মনালির মনটা আজ ভালো লাগছে না। সাত সকালেই উঠোনে ডাকাডাকি করছে কাক।
বাড়ি ফিরবে।
ফোন করল। রিং হচ্ছে। রিসিভ হচ্ছে না।
No comments:
Post a Comment