গৌরাঙ্গ চক্রবর্তীর কবিতা
একবার না হয় ফিরে আসো
একবার না হয় ফিরে আসো।
মেঘলা আকাশে, ক্লান্ত নদীর পারে--
দূরত্বটা ঘনিয়ে আসুক গাঢ় চুম্বনে
বৃষ্টি নামুক,
হৃদয় জুড়ে স্বপ্নের মায়াজাল ভেঙ্গে নিরুদ্দেশে।
কখনো কি ভেবে দেখেছো ! আমাদের পবিত্রতা হারিয়েছে কবে, কোন নগরীর অশান্ত চোখে।
তুমি বেশ জানতে--বিশাল শূন্যতার ভেতর কি করে বেঁচে থাকা যায়।
নূপুরের শব্দে থমকে দাঁড়াই--
এক মুহূর্তে জটিল ভালোবাসা বাষ্প হয়ে উড়ে যায়,
নিস্তব্ধ তারাদের লালসা যতবার পুড়িয়ে ফেলতে চেয়েছি,--লোভ, ঘৃণা,অতৃপ্ত আত্মার খোরাক,
ততোবারই তুমি রোগা ফ্যাকাশে শরীরে ফুটিয়েছ গোলাপ।
অথচ দেখো, কেমন করে নিজেকে ভাঙতে চেয়েও বারবার ভুল করে বসি, তোমাতে মিশে।
No comments:
Post a Comment