একহাত শোক প্রস্তাব
উদয়ার্ণব বন্দ্যোপাধ্যায়
১.
শান্ত স্বভাবের মানুষ উঠে আসছে জলাভূমি থেকে। হাত ও পায়ের নখ খসে গেছে । খসে গেছে জিভ। অথচ চোখের ভেতর জ্বালিয়ে রেখেছে সুতীব্র ধিক্কার।
২.
আমাদের যাপনের মধ্যে একটা জিনিস খুব লক্ষণীয় ছিল, তুমি যখন মানুষের নীতি বোধ নিয়ে প্রশ্ন তুলতে, আমার হাতে থাকতো একটা ভাঙা আয়না।
বেশ ভালো
ReplyDelete