Sunday, July 26, 2020

তপেশ দাশগুপ্তের কবিতা 


১.
আমাকে নিয়ে দাঁড়িয়ে থাকো
জ্যোৎস্নায় স্নান করবো

আমাকে নিয়ে দাঁড়িয়ে থাকো
জ্যোৎস্নায় স্নান করবো

কেতকিকে বলা যায় এ কথা
কেতকি জ্যোৎস্না হয়ে গেছে

🍂

২.
আমার ভালবাসা মিথ্যে মনে হয়?

তোমার ভালবাসা মিথ্যে মনে হয়
জ্যোৎস্নার মতো

🍂

৩.
Last leaf এর গাছটির

একটি ডাল নিয়ে ঘরের মধ্যে রেখেছি

শাখা প্রশাখাগুলি

নিয়ে ঘরের মধ্যে আঁটাতে পারি না

দুই একটি ডাল

জানলা দিয়ে বেরিয়ে থাকে

🍂

৪.
তুমি আমার কথা শুনে

চলে এসেছ

যাওনি

স্টেশন থেকে চলে আসার পথটুকু

দুমড়ে মুচড়ে আমি ভাঙি বুকের ভিতর

🍂

৫.
তোমাদের কথা শুনিনি আগাছা
কান দিয়ে দেখি ফুল ফোটে

সবরমতি আশ্রম কোনদিকে

🍂

৬.
ট্রিপ করে নিয়ে আসি
ফেলাই
গুনি
ইটের দাগ দিয়ে হিসেব রাখি
তুচ্ছ
তাচ্ছিল্য
জীবনের মতো

🍂
২৮.৬.২০

No comments:

Post a Comment