রাহুল গাঙ্গুলী
জুলাই ২০২০ : ভিনধারার ২টি সনেট
জুলাই ২০২০ : ভিনধারার ২টি সনেট
------------------------------ ------------------------------ ---------
১
রোকো।সামলে রাখো আত্ম।উড়ালভর
প্রবেশ গোপন।তাকাও।কোথায় আছো
আন্টার্টিকা নিষিদ্ধ।গুহাভর্তি বিহ্বল
কারণ অকারণে।হৈচৈ জল।শ্যামলা
বর্ণচোরা আকার :: বিকার।স্বল্পকায়
দীর্ঘ নেগেটিভ।মুখোশী গন্ধ ~ আপেক্ষ
মাদল-মেঘ চুরচুর।পিচ্ছিল বাঁক
এলোঘোর নেশাতুর।নিশ্চিত নৈর্ঋত
:
এমনও তো হয়।কীভাবে গাণিতিক
অদৃশ্য ০-স্থান ~ বিপ্রতীপ চোখেচোখ
এও যে সর্বনাশ :: নিথর।ইতিসুখ
চারুভাঁজ মিশে যায়।পলকা কাগজ
পোড়াভিজে অংশতো ~ শীতলতা মন্থন
উথলোল্♦বাগানিয়া♦বেহাওয়াকল
২
কাচগুঁড়ো <> জানলা <> ঝিকিমিকি <> হঠাৎ
বিকল্প-প্রপাত ~ বিকল বিমানহানা
তল[অ]তল [অ]ভেদ mOOnকারী
||
ⓑ ⓑ ⓑ
লু লা-স্পর্শ || লু লা-চোখ || লু লা-রা
⇭
ঘাম ও পরবর্তী বরফ ~ থৈথৈ।তাথৈ
পটকথা পরিপূর্ণ জাহাজমধ্যম্
তারাসাংখ্য পুড়ছিলো।বুনছিলো।খসছিলো
বি || মেটামেটামেটামেটা মরফোসিস্
⇭
ⓑ ⓑ ⓑ
লু লা - রু || লু লা - মা || লু লা - ল
ক থা
||
পরদৃশ্যে বিকল হবো কথা দিলাম
চিঠি { অথবা } সৈকত বিজারিত ঘাস
{ অথচো } টিমটিম্ আলোয় প্রজাপতি
{ অযুত } সমুদ্র জানে ~ নোনা [অ]নুপাত
লুবিলা ↭ লুবিলাময় যেদিকে তাকাও _____
শব্দরূপ : রাহুল গাঙ্গুলী
No comments:
Post a Comment