Wednesday, January 31, 2018

কবিতা করিডোর , জানুয়ারি , বইমেলা সংখ্যা , ২০১৮


প্রচ্ছদ : সমীরণ ঘোষ



সম্পাদকীয় :

পৌষ শেষ হয়ে গেছে । শীত এখনো হাঁটু গেড়ে বসে আছে । প্রচলিত সেই প্রবাদ মনে পরে যায় "মাঘের শীতে বাঘ দাবড়ায় " । নিজেকে কম্বলে জাপটে রাখি । ভালুকের সেই গল্পটা মনে পরে যায় , কম্বল কেন আমায় ছাড়ে না । সে যায় বলো গাছেদের বাকল খুলে পড়ছে । হলদে পাতারা একে একে ঝরতে থাকে আর এক নতুন জন্মের ভিতর । জীবনেও এই ঝরে যাবার গল্প । যেভাবে নদী পেরিয়ে গেলেই একটা দ্বীপের জন্ম । তবু কালের দাবির কাছে কেউ কেউ নিজেকে নিজের ইতিহাস করে তোলে তার কর্মের মধ্যেই । তাঁদের ঝরে যাবার দিনেও তাঁদের কণ্ঠই যেন বেশি করে বাজে । জানি জাফ্রানি রং মেখে আবার চাঁদের হাট বসেছে । অগণিত মুখের ভিড়ে চেনা মুখগুলো খুঁজতে থাকে । এভাবেই আর একটি ভোরের অপেক্ষায় । বইমেলার দিনে দূরে থেকেও সবার কাছাকাছি যাবার একটি চেষ্টামাত্র । কিছু ত্রুটি হয়তো থেকে যাবে । যারা লেখা দিলেন ঘর আলো করলেন তাদের অনেক ভালবাসা । আর যারা সারাটা মাস এই ঘরে ঢুকে একটু জিরিয়ে নিতে চান তাদের জন্য রইলো অনেক আদর ।

অনেক ভালোবাসায়
শুভঙ্কর পাল
বারবিশা
আলিপুরদুয়ার
৭৩৬২০৭
মুঠোফোন : ৯৯৩৩৭৭০৫৪১
subhabrb@gmail.com
সূচীপত্র :


সব্যসাচী ঘোষ : পারারা স্মরণে


কবিতা বিভাগ ১:
রৈবতী বন্দ্যোপাধ্যায় , উদয়ার্ণব‌ বন্দ্যোপাধ্যায় , রঙ্গন রায় , শুভঙ্কর পাল , শুভ্র সরকার , উল্কা , বেবী সাউ , মৃণালিনী , দেবাশিস বর্ধন , বিকাশ সাহা , চিত্রা , অভিশ্রুতি রায় , সুপ্রিয় সিংহ রায়  , অনুভব অর্ক , কমল সরকার

গল্প : সমিত ভৌমিক
প্রবন্ধ : দেবজিৎ

কবিতা বিভাগ ২ : রাজর্ষি চট্টোপাধ্যায় , রাহুল , চিরঞ্জীব হালদার , সমীরণ ঘোষ , স্বপন রায় , উমাপদ কর , যাদব দত্ত , প্রবীর রায় , কোজাগরী , প্রদীপ চক্রবর্তী , প্রণব পাল , দেবাশিস মুখোপাধ্যায় , জয়ীতা ব্যানার্জি , অতনু বন্দ্যোপাধ্যায়

বুক রিভিউ : অনুপাহাড়ের জলছবি

বাংলাদেশের কবিতা : ফেরদৌস নাহার , অপরাহ্ণ সুস্মিত ,মেঘ অদিতি , সুমি সিকান্দার , ফারহানা রহমান , আশরাফ জুয়েল , আরিফুল ইসলাম , কচি রেজা , হাসান রোবায়েত , তুহিন দাস

উত্তরের জনপদ নিয়ে গদ্য : সুবীর সরকার

অনুবাদ কবিতা : মানিক সাহা

কবিতা বিষয়ক গদ্য : অনিন্দ্য রায়

মুক্তগদ্য : জ্যোতির্ময় মুখার্জি

গল্প : শমীক ষন্নিগ্রাহী  , অর্ক চট্টোপাধ্যায়
উত্তর -পূর্বাঞ্চলের কবিতা : অভিজিৎ চক্রবর্তী , নীলাদ্রি ভৌমিক , বিশ্বরাজ ভট্টাচার্য , অনুরাগ ভৌমিক , শতদল আচার্য , পঙ্কজ বণিক , অমলকান্তি চন্দ , কমলিকা মজুমদার , অধিষ্ঠিতা শর্মা , তমাল শেখর দে , চিরশ্রী দেবনাথ , রাজীব মজুমদার , অর্জুন দাস , চিত্তরঞ্জন দেবনাথ , সুমন পাটারী , অভীক কুমার দে , রাজেশ চন্দ্র দেবনাথ



২৩ জানুয়ারি , ২০১৮
সব্যসাচী ঘোষ

সদ্য প্রয়াত কবিকে স্মরণে 

A  Man

A man’s mother is very sick
He goes out to find a doctor
He’s crying
In the street he sees his wife in the
 Company of another man
They’re holding hands
He follows a few steps behind them
From tree to tree
He’s crying
Now he meets a friend from his youth
Its years since weve seen each other!
They go on to a bar
They talk , laugh
The man goes out to the patio for a piss
He sees a young girl
Its night
Shes washing dishes
The man goes over to her
He takes her by the waist
They waltz
Theres an accident
The girls lost consciousness
The man goes to telephone
Hes crying
He comes to a house with lights on
He asks for a telephone
Somebody knows him
Hey saty and have something to eat
No
Wheres is the telephone
Have something to eat , hey eat something
Then go
He sits down to eat
He drinks like a condemned man
He laughs
They get him to recite something
He recites it
He ends up sleeping under a desk
   
 পাররার মৃত্যুতে আমরাও গ্রহচ্যুত হয়ে পড়ি । পৃথিবীতে থেকেও অন্য গ্রহে পা ফেলার স্বাদ পাররাই এনে দিয়েছিলেন । বিশ্বাস করতে শিখিয়েছিলেন এর বাইরেও আরও পৃথিবী , কবিতা , জীবন , জল , মদ সব আছে। অতএব আমরা ওনার পরামর্শে দ্বিতীয় পা টিও ফেলে দিই । নিজেকে চ্যুত করি পৃথিবী থেকে সংযুক্ত করে নিই নিকানোরের গ্রহে । সেই গ্রহের ওপর উবু হয়ে বসে পৃথিবীর দিকে পিঠ করে নিকানোর যে কবিতা সৃষ্টি করতেন তাকে আমরা প্রতি কবিতা বলতাম । পৃথিবীর দিকে আঙুল তুলে টানটান মেরুদন্ডে তিনি যখন কবিতা লিখতেন তখন আমরা তাকে প্রতি কবি বলতাম। অকবি , নাকবি , অকবিতা , নাকবিতা সব কিছু নিয়ে আমাদের যে লাফালাফি তাকেই স্পষ্ট উচ্চারণে প্রতি নমস্কার জানিয়ে দিয়েছিলেন নিকানোর পাররা । সঙ্কটাপন্ন মায়ের জন্যে ডাক্তার খুঁজতে গিয়ে তাই স্ত্রীয়ের প্রেম হেঁটে যায়। পুরানো বন্ধু আসে। বারের ভেতর যে মদ সেখানে আবার জন্ম নেয় নতুন প্রেম। তারপর আরও আরও ঘটনা। এসব কি এক পৃথিবীতে বাস করে সম্ভব ? তাই তিনি গ্রহান্তরে যান । পৃথিবীর ঘৃণার বাইরে শ্বাস নেওয়া রপ্ত করে ফেলেই কি তিনি শতায়ুর মন্ত্র পেয়ে গেলেন । এর উত্তর আমরা না বরং বিয়বো , মাইপো , লোয়ার মত চিলির সব কটা নদীর জল জানে। নেরুদার থেকে একদশক পরে জন্মে নেরুদার পর আরও ৪৪ বছর প্রতিকবিতায় থাকা এই প্রতি কবিকে তাই আমরা সব উগড়ে দেবার জন্যে গলাধকরণ করে যাব । পাররার লিখে গেছেন, আমি যা বলেছিলাম ফিরিয়ে নিলাম। তবে আমরা কিন্তু পাররার গ্রহ থেকে ফিরে আসতে পারছি না । ক্রমাগত আটকে পড়ে আছি নিকানোরের তৈরি ঘাস জমিতে ।  
    
কবিতা বিভাগ ১: 
বিদায়ে
রৈবতী বন্দ্যোপাধ্যায় (চক্রবর্ত্তী)


তোমার গতিপথে অনেক স্বপ্নভঙ্গের ইতিহাস,
শান্ত পায়ে বিদায় নিলে তুমি।
কিছু মৃত্যু মিছিলের সাক্ষী হয়ে,
অনেক নারীর অসম্মানের ঘটনা প্রবাহে-
জ্বলন্ত পাথরে ঝলসানো কোনো কোনো নারীর চোখের জলে , কেঁপে উঠেছিল তোমার নৈ:শব্দ্য ।
তাও আবার এগিয়ে যাওয়া জীবনের পথে ,
নতুন আশায় ,আঠারোর হাত ধরে উৎসবের রাতে রঙ বদলাবে বলে।
চিত্র ঋণ :
Joseph Mallord William Turner

মধ্যরাতের খসড়া
উদয়ার্ণব‌ বন্দ্যোপাধ্যায়

মানুষটা মরে গেল আমি শুধু অবাক হয়ে দেখছিলাম, ক্ষয়ে যাওয়া আগুনের ঘাম জল চাইছিল। একটা তৎপুরুষ সমাজ, হাতে কাগজের খড়গ, শুকনো কাঠের শেষ বারুদের স্তুপ আর অহরহ হিজরেদের ধ্বনি।

আমি একটু জল চাইছিলাম তাদের কাছে, বুঝতে চাইছিলাম কি করে আবেগের মই বেয়ে স্ফীত আহার ঠিকরে বেরিয়ে আসে কান্নার চৌকাঠে।

মানুষটা সাদা পাথরে। রাতের পর রাত বোবা হয়ে গেছে আসক্ত শিকল। আমি শুধু সাপের চোখের দিকে তাকিয়ে ছিলাম। আমি কেবল বুঝতে চাইছিলাম নিজেকে অন্যের মতন কিংবা মানুষটার হাতছানিতে খুঁজতে চাইছিলাম নিজের নিষিদ্ধ হওয়ার গল্প।

। রঙ্গন রায় ।
উপহার 


নারিকেল পাতা চুইয়ে জল                                                                                                                                যেভাবে সূর্যের কাছাকাছি                                                                                                                                 অনেক কিছু পেয়ে গেছো তুমি


তোষক ভাঙার দিন 


এভাবে নরম হয়না।                                                                                                                                                                তারার দিকে আকাশপ্রদীপ দুর্নিবার                                                                                                                                           আত্মা খুলে রেখে গেছো মিলনের কাছে                                                                                                                               কি চমৎকার দেওয়াল ফার্ণ                                                                                                                                বুকে পিঠে গজিয়ে উঠেছে                                                                                                                                                                          শক্ত হয়ে ,
দস্তানা রোদে টাঙিয়ে তুলো তুলো আকাশ                                                                                                         বাবার সাথে বদল হচ্ছে


মুখোশ নয়


ছবির আড়াল বরাবর পুরনো রঙ - জৌলুস।                                                                                                            আরোও কিছুটা আমলকি সরনী ,                                                                                                                                   কুটুমকাটাম পড়ে আছে যেখানে সেখানে                                                                                                          কোথাও ঈশ্বর নিজেই মুখোশ বানাচ্ছেন                                                                                                                 দৃশ্য যাপনের প্রতিটি ছত্রে তোমার হাতমোজার আঙুল ,                                                                                        অজস্র রং নেমে আসছে -


মার্চ


হ্যাঙ্গারে ঝোলানো সোয়েটারটা রোদে দেওয়া                                                                                                      ওটি এখন সিন্দুকে প্রবেশের জন্য প্রস্তুত;                                                                                                         যেভাবে মার্চ কেড়ে নিয়েছে                                                                                                                        জানুয়ারীর অহংকার                                                                                                                                            বাবার গায়ে ঝোলানো পাতলা শার্টটাও ,
হ্যাঙ্গারে ঝোলানো সোয়েটারটা দেখে                                                                                                                   আমাকে মনে পড়ছে -                                                                                                                                         আমি কেমন ১৭ থেকে ১৮য় চলে এলাম এই মার্চে


স্পটলাইট / শুভঙ্কর  পাল


নি:সঙ্গ  রাতের স্মৃতি কণ্ঠ
আমি পা  ঠুকছি
গ্রীষ্ম শেষে
নামহীন  শহরের বৃত্ত  ভেঙ্গে
বৃষ্টিরা তিরতির জাদুঘর ঠেলে
গভীর সমুদ্রে
স্পট লাইট ১ : বিষন্ন  তোমার চোখে সূর্যমুখী
হাসপাতলে লেখা ব্যালাডে সিরাজের চাঁদ
আমিনার কবরে ছড়িয়ে পড়তে থাকে
কণায় কণায়
ম্যাজিক লন্ঠনএ
নির্বাসিত পাখিরা ফিরে এলে


                  
'অনিন্দ্যসুন্দর ড্যাফোডিল'
— শুভ্র সরকার

আমার হাতঘড়িতে একটা ট্রেন এঁকে দিও। তার জানলায় বসিয়ে দিও— পাহাড় চূড়ো। সদ্যমৃত দুটি চিত্রল হরিণের আত্মা ট্রেনটিকে ছুটিয়ে নিয়ে যাবে। পাহাড় উপচে অসংখ্য ড্যাফোডিল— ঠিক যেন নীরব সমুদ্র। হাওয়া ছুঁলে ঢেউ হয়ে যাবে।

জিপসি মেয়েটির সাথে আমার কোন পূর্বপরিচয় ছিল না। তাঁর উঁচু কপালে কালেভদ্রে চোখ রেখে অমোঘ কণ্ঠে ঈশ্বর শুনিয়েছিলেন ' অনিন্দ্যসুন্দর ড্যাফোডিল ' — এক প্রাচীন রহস্যের কথা। আমি বলেছিলাম, লাইফ স্পয়লার।

আমার ট্রেনের প্রবেশদ্বারে লেখা ছিল— আমার নরকে আপনাকে স্বাগতম। মেয়েটি জানলার ধারে বসতে ভালোবাসতো।
চিত্র ঋণ :Andre Masson

উল্কার কবিতা :
প্রগাঢ়

ক্রমশ দিন বড় হচ্ছে...
গোধূলি পেরোলি?
রোজকার অ আ ক খ
উচ্চারণ ছড়াতে ছড়াতে
পরিযায়ীদের ফিরে যেতে দেখি
পশ্চিমে
আমাদের হাতের নাগালে বছর মাস দিনের
ছিবড়ে গড়াগড়ি যায়
নদীর জল পাহাড়ে ফিরে গেলে
একদিন আমি আবিষ্কার করব
পরিযায়ী নদী
প্লবতার সংজ্ঞা আওড়ে
বড় হয়ে উঠবে কত অশিক্ষিত
কাজলের পেনসিল চুষতে চুষতে
আয়নায় সন্ধ্যে নামবে
বকের পালকে ডানা ঝরার গল্প
বলতে বলতে ঘুম পাড়াবো

আমাদের কথোপকথন।
চিত্র ঋণ : জোশেপ পীকীলো 


পুঁথি/ বেবী সাউ 

তোমার মতন আমিও রাতের কথা
নিভৃতেই লিখি নিয়ম ভাঙার গান
রোদের বাহার উঠোনের কোণজুড়ে
জন্ম নিচ্ছে তোমারই সন্তান

খননকার্য অনর্থ অভিমানে
চোখজুড়ে আজ নিবিড় পাথর স্তূপ
সচল সজল শীতলযুগের স্নানে
মনখারাপের হলাহল ভেঙে চুপ

সূর্যের রঙে একা হাঁটা সেই মেয়ে
কলেজ ব্যাগের ভেতর গুছানো মুখ
সুইসাইডের পংক্তিমালা নিয়ে
ডুবসাঁতারেই ছেঁকে আনা উন্মুখ

যেমন ভাবেই মনের আজান বাজে
শতাব্দী ভেঙে প্রান্তিক কোনো খাঁজে
চিত্র ঋণ :Nanak Sosan

মৃণালিনীর কবিতা :

দৃশ্যমান

১.রাস্তায় বিষাক্ত সাপ
আকাশে অভিশাপ
রাবণ কাঁদে রাম হাসে
সীতার দ্বিতীয় বনবাসে

২.অতল সাদা জল
বহমান কালো জল
সবুজ সবুজ ঘাসে
কালো জবা পড়ে খসে
শকুন আলো খোঁজে
বাজ নিজের পাখা খোঁজে।

৩.নদী বইছে
দুধ ঝরছে
লাউ ঝুলছে
সাদা প্রজাপতি উড়ছে
দৃষ্টি মিলিয়ে গেল জ্যামেতিক কেন্দ্র বিন্দুতে।

৪.প্রতিদিন প্রেম দেখি
প্রতিদিন ঘেন্না দেখি
প্রতিদিন সঙ্গম দেখি
কিন্তু
কোনদিন গর্ভবতী দেখিনি...

৫.প্যান্টির ফুটোয় জাঙ্গিয়া আকাশ
তারায় গুটিয়ে মেঘদের বাড়ি
মাটির দেওয়াল ঘেঁষা গোলক
আর জল
জল ছুঁলেই সমুদ্র
অলস মাটি
রেষারেষিতে মহাসমুদ্র ছুটে আসে।

৬.মিথ্যার থুতুতে মাকসার জাল
পাল তোলে
হাল খসে
কোদাল পরিণত চকচকে কুড়োল
মরীচিকার শরীরে
বাদামি- কালো মরচে ফুলগুলো
দুলে উঠে হাওয়ায়।


                                       
চিত্র ঋণ : স্যামুয়েল বার্জেস 
দেবাশিস  বর্ধনের কবিতা :



সমুদ্র

সে আসবে না, জেনেও
তারই জন্যে পথ চেয়ে বসে
থাকতে থাকতে
কখন যে বারোটি বছর চলে গেল
মেগা সিরিয়ালের মত
তা, বুঝে উঠতে পারলাম আর কোথায়

তা বলে কি, অপেক্ষার অবসান !

না;না, সেইটি হওয়ার নয়
দ্বিগুণ ধৈর্য নিয়েই পথে থাকা

আসলে,
যে কোনো নদীর জল তো
শেষ পর্যন্ত সমুদ্রেই মিশে যায়...


'টান'


কোথাও ছিল একটা টান...
বাধা-ধরা নিয়মের বাইরে , রক্তের নয়...
হতে পারে,
অন্য কোনো জন্মের...
আকর্ষণের দিক থেকে মায়াবী...
পর বলব তাকে ?
এমন সাহস নেই... স্পর্ধা নেই...
চোখের জলও কথা শোনেনি, একান্তে...
অবহেলা ভরা দুপুরে... পোড়া রোদে...

বিশ্রাম চায় একলা মন ...বোধিসত্ত্বে...



অপেক্ষা
"""""""""""""""""
বিকাশ সাহা
""""""""""""""""""""
শুষ্ক নদীখাত ধরে প্রবাহমান অদৃশ্য এক স্রোত,
হৃদয়ের পুঞ্জীভূত কষ্টেরা সব বয়ে চলেছে সেই প্রবাহে।
হৃদয়কে নিষ্পেষিত করে নিংড়ে বের করে নিচ্ছে,
তার অন্তিম নির্যাস টুকু।
ব্যবহৃত বুলেটের খোলের মতো,
ভূপতিত হৃদয়ের অন্তিম ধ্বংসাবশেষ।
মনের সুপ্ত ইচ্ছে গুলো আজ,
মাথা তুলে দাঁড়ানোর শক্তি হারিয়ে,
বড়ই অসহায়।
জীবনরূপী অট্টালিকার প্রতিটি ইটের মধ্যেকার
পলেস্তারা খুলে পড়ছে প্রতিনিয়ত।
ঘুনধরা সমাজের রক্তচক্ষুগুলি যেন,
সর্বদাই যেন কষ্টের অনুঘটক।
দূষিত মানসিকতার এই সমাজ ব্যবস্থায়,
অঙ্কুরে বিনষ্ট আজ বহু প্রাণ।
স্ফটিকের  ন্যায় একপশলা বৃষ্টি,
একরাশ বিশুদ্ধ বাতাস,
আর কিছু বিশুদ্ধ মানসিকতার হৃদয়ের অপেক্ষায়,
আজকের সদ্যজাতটি।।।


চিত্রার কবিতা :
'জাফরানি'
__________    
                                       

হঠাৎ করেই পথের বাঁকে, পরিচিত মুখ, ক্লান্তির
আমরা যারা ভুল করে দিক, ছুটে যাই রংরুটে-
এখনো চাইছি তপ্ত বুকে খুঁজে নিতে কিছু শান্তি,
ফুরিয়ে যাচ্ছি, দিন এক্কে দিন, জীবনচুরুটে।

বদ্ধকেবিন, হ্যাজাক বাতি, সান্ধ্যআলাপ, লিমেরিক।
এটুকুই তো, আর কিছুনা। কিন্তু জখম নীলিমাতে-
ধ্রুব নামের অন্য তারা, যখন তোমায় চেনাবে দিক-
একটা উল্কা পুড়বে কেমন, দেখবে না কেউ, জোৎস্না রাতে।

দাঁড়িয়ে দেখছি উদাসীন চোখে, রক্তস্নাত ভোর;
এভাবেই ঠিক জাহ্নবী তীরে পুড়তে দেখেছি মন
তখন তো আর ছিলো না কেউ। কেবল আমার জোর...
একটা মৃত্যু পৃথিবীরও হোক। ভীষন চাইছি এখন।

তার চেয়ে বরং অন্ত দেখি, কেমন করে বৃদ্ধ মাছের-
বিঁধছে তীর চোখের ভিতর, যন্ত্রণা সয়ে রয়েছে বাঁদিক;
আজকে যে অনেকটা দূর, ঝাপসা হওয়া চসমাকাঁচে-
কাল সে হয়তো পাশেই শোবে। বুঁজবে চোখ...চিরসমাধি।


|| বদল ||
অভিশ্রুতি রায় 


জলের বদল হচ্ছে

আরও গভীর নলকূপ বেয়ে ধোঁয়া রং

সুতো  থেকে চূড়ান্ত ধার জুড়ে পারাপারের শব্দ

এভাবে হেঁটে আসলে নৈঃশব্দ্য পড়তে হয়

বরফ বরফ সাদা সাদা অশ্লীল

দৃষ্টিপাত আর রাসায়নিক গলন

ব্যক্তিগত খেলাবোধ...

বদলে যাচ্ছে সতর্ক

আরও নগ্ন জোয়ার বারি...
চিত্র ঋণ : Connie Valasco
সুপ্রিয় সিংহ রায়ের কবিতা :

মৃত্যুঞ্জয়ী মন্ত্র
...................
১৷৷
প্রতি মুহূর্তে চতুর্ভুজ তোমায় ছুঁতে আসছে
শুয়ে না থাকলে তুমিও চলমান
২||
পাখির ক্ষত করার পরেও ফলের বাকি অক্ষত অংশটিতে এখনো স্বাদ আছে
৩||
উঠোন থেকে সবুজ মাসুম গড়িয়ে ড্রেন ছোঁয় ,কালো হয়
বৃষ্টির পর ফিরে আসে
৪||
আর বাঁচবোনা এলে,দেখেছিলাম,
পান করে ,অনেক নোংরা জলকেও বাঁচিয়ে দিচ্ছে পাগলটা ,,,,,|


ধর্ম উৎসব
,,,,,,,,

পকেটে ফাঁক তো খরচের জন্যই
একটু বেরিয়ে যাই চলো
হঠাৎ ঘন্টা বাজিয়ে পথ বলে দিই.
প্রিয় রঙ রোজ পড়া হয় না
তবু জাপটে রাখি অন্যের মধ্যে দেখে প্রিয় রং চলো

অনুভব অর্ক -এর  কবিতা ও ফটোগ্রাফি :

শিকার

ঘাসভুমির ছবিটা-- গোলকধাঁধা
লুকোনো অনেক
দেখা না দেখা ফাঁকে বাবুই পাখির গান
ভরিয়ে দেয় সেই ফাঁকগুলিকেই
মাঝখানে সরু পথ,  পাশে জলা।
বকটি দাঁড়িয়ে--- যেন অপেক্ষায়।
কখন সেই পথ মারিয়ে আসবে আমার
হান্টিং বুট--- সে উড়বে,
ধরা দিয়ে যাবে,
আমার ক্যামেরার ক্লিক শব্দে

নীলাভসুন্দরী।

জমিন যেখানে মিশেছে বালির বিস্তারে
আলগা আধপাগল স্মৃতিসব------- ডুবসাঁতার দেবে

যখন, নীলাভসুন্দরী সমুদ্র তা বুকপেতে নেবে
এটা জেনেও,
আবারও বারবার ফিরিয়ে আনবে
ডায়েরীর ঢেউয়ে ঢেউয়ে


অনুভবের ফটোগ্রাফি :

কমল সরকারের কবিতা 

ম্যাজিশিয়ান-১

শূন্য ঝুলি থেকে তিনি
অনায়াসে বের করে আনেন লাল নীল বল,
কাগজের মোড়ক থেকে আশ্চর্য ফুলের তোড়া।
তিনি যাদুকাঠি ছুঁয়ে দিলে
টুপির পালক থেকে  জলজ্যান্ত উড়ে যায়
সাদা কবুতর;
তাঁর আঙুলের  ইশারায়
পলকে অদৃশ্য হয়
হাতের তালুতে বিছানো রুমাল।


এইসব ম্যাজিক দেখে সমবেত পথচারী
একটা দুটো খুচরো ছুঁড়ে দেয় তাঁর দিকে।
আসলে তালি বাজানোয় তাদের হাত যতটা প্রশস্ত
অর্থ প্রদানে ঠিক ততটা নয়।

ম্যাজিশিয়ান জানেন
এমন খুচরো উপার্জনে তাঁর মেয়ের
অপারেশন সম্ভব নয় কিছুতে।

ধুলোমাটি থেকে কয়েন তুলে নিতে নিতে তিনি
আকাশের দিকে তাকান :

 কোন যাদু তুমি জানো না ঈশ্বর!
তুমিও শালা আরেকটা  ধাপ্পাবাজ।।





ম্যাজিশিয়ান-২

এমন কোন ম্যাজিক তিনি জানেন না যে
শূন্য ঝুলি থেকে টুপ টাপ খসে পড়বে তেল নুন আনাজপাতি,
কিংবা টুপির ভেতর থেকে টুক করে লাফ দিয়ে নেমে যাবে তরতাজা মাছ!

বুকে পাথর চেপে রেখে দিয়ে তিনি
বিস্ময়ে দেখেন
কী আশ্চর্য কৌশলে
একবেলার চাল-ডালে তিনবেলা পুষিয়ে দিচ্ছে তাঁর নিপুণা গৃহিণী!
আঁচলের গিঁট থেকে কী অসম্ভব উপায়ে
বেরিয়ে-আসা আধুলি-টাকায়
মিটে যাচ্ছে মেয়েটির বেলুন বা আচারের আবদার!


অত:পর মেয়েটির স্বর্গীয় হাসির ছটায়
কানায় কানায়  ঘর ভরে গেলে
তাঁর বুকের থেকে খসে পড়ে সমস্ত পাথর।


দেয়ালে লেপ্টে থাকা ছেঁড়া-ফাটা ক্যালেন্ডার থেকে তখন
নীরবে হেসে যান ধুলোট ঈশ্বর।।
চিত্র ঋণ : লিন্ডা 

শমিত ভৌমিকের গল্প 





দে ব জি ৎ -এর প্রবন্ধ  :

একটি পাখি বিষয়ক আলোচনা
__________________________

      ফেসবুকের এক বন্ধু একটা পাখির ডাক রেকর্ড করে আমাকে পাঠালো আর জানতে চাইল পাখিটা সম্পর্কে। আমি পাখি বিশেষজ্ঞ নই, কিন্তু পাখি প্রেমিক। তাই কয়েকটি কথা লিখতে হচ্ছে ।

 তোমার পাঠানো পাখিডাকের রেকর্ড শুনে মনে এলো এই পাখির ডাক তো আমিও বহু বহু শুনেছি, এখনো শুনি কিছু কিছু। এই পাখির ইংরেজি নাম Common Hawk  Cuckoo,  ইংরেজিতে একে 'Brainfever Bird'-ও বলা হয়। এই পাখির হিন্দি নাম 'পিউ কাঁহা' (where's my love); বাংলায় 'চোখ গেল' (my eyes are gone); মারাঠীতে এই পাখির নাম 'পাওস আলা' (the rains are comming);  আসামে এই পাখির নাম শুনেছি 'কেতেকি' / 'ময় কেতেকি' (my name is Keteki)।

   এই পাখিকে কিছু পুরোনো বইয়ে 'Asian Koel'  বলা হয়েছে- যা আজকের দিনে মান্যতা হারিয়েছে । পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কেউ কেউ এই পাখিকে পাপিয়া, করুণ পাপিয়া, খয়েরীপাখ পাপিয়া বলে ডাকে কিন্তু আমার মনে হয় তা ঠিক নয়, কারণ পাপিয়া অন্য পাখি-  Common Hawk Cuckoo নয়।

   'চোখ গেল' বা 'পিউ কাঁহা' কিম্বা 'পাতি চোখগ্যালো' পাখি খুব চঞ্চল নয়। ছোটবেলায় গুলতি নিয়ে এই পাখি ধরতে গিয়ে মেরে ফেলেছিলাম, তারপর মনখারাপ হয়ে গেছিল। অবশ্য এর কিছুদিন পর এই পাখি ধরতে পেরেছিলাম; ফড়িং, পঙ্গপাল, মাকড়সা, উই খাইয়ে কয়েকদিন রেখে তারপর ছেড়ে দিয়েছিলাম।

   প্রজনন ঋতুতে ছেলে পাখিটা মিষ্টি সুরের কেরামতিতে মন ভুলিয়ে দেয় মেয়ে পাখিটার। তাই এই পাখি গায়ক পাখি। মেয়ে পাখিটি অন্যের বাসায় ডিম পাড়ে তাই এরা পরাশ্রয়ী পাখি। দামা, ছাতারে, বেনেবউ ইত্যাদি পাখির বাসায় মেয়ে পাখিটি ডিম পেড়ে যায়। এই পাখির ডিম নীলাভ।

   গতকাল রাতে এই পাখিডাকের রেকর্ডটি শুনে একটি কবিতার কয়েকটি লাইন ভেসে এলো-
"পিউ কাঁহা পিউ কাঁহা
যখন পাখি ডাকে
সূর্য সোনা দেয় যে উঁকি
মেঘের আড়াল থেকে ।"
   তবে সবচে বেশি মনে পড়লো নজরুলকে। তাঁর গানের পাখিটা উড়ে এলো নিশিরাতে-
"নিশি ভোর হল জাগিয়া, পরাণ পিয়া
ডাকে পিউ কাঁহা পাপিয়া, পরাণ পিয়া"
   'চোখ গেল' পাখি আর নজরুলের গান কাল মিলেমিশে একাকার হয়ে গেছিলো-
"চোখ গেল চোখ গেল কেন ডাকিস রে
চোখ গেল পাখি রে
তোর চোখে কাহারো চোখ পড়েছে নাকি রে
চোখ গেল পাখি রে।"
   কিম্বা-
"রেশমী চুড়ির তালে কৃষ্ণচূড়ার ডালে
পিউ কাঁহা পিউ কাঁহা ডেকে ওঠে পাপিয়া।"

   এই পাখিটি উচ্চ মনোহর সুরে দু'বার ডাকে- 'টুট  টুটু'। তারপর আবার, তারপর আবার। পাখিটির ডাকের সুরের জনশ্রুতি ছড়িয়ে গেছে চোখ গেল, পিউ কাঁহা, ব্রেইন ফিভার ইত্যাদি নানারকম ভাবে।  আমার বন্ধুটি বলেছে এই পাখি নাকি 'ফর্সা হ, ফর্সা হ' বলে ডাকে। আসলে এমন কিছু শব্দ আছে যা ভাষায় সহজে প্রকাশ করা যায় না। তাই ডঃ বলাইচাঁদ মুখোপাধ্যায় তাঁর ডানা উপন্যাসে লিখেছেন -"একই পাখির একই ডাককে আমরা বলছি 'চোখ গেল', সাহেবরা বলছে 'ব্রেন ফিভার', বেহারীরা বলে 'পিউ কাঁহা', মারহাট্টীরা 'পাওসালা'। অথচ একই ডাক।"

তথ্যসূত্র : ইন্টারনেট
চিত্র ঋণ : জেনিফার 
কবিতা বিভাগ ২ : রাজর্ষি চট্টোপাধ্যায়ের কবিতা 



আমি আর কোথাও ফিরবো না
এমন কি সেই হলুদ বাঁটওলা ছুরিটার কাছে
কত সহজেই না সে আপেলকে তুলে দিতো
শীতঘুম থেকে
আমি দেখতাম ঘেমে নেয়ে যাচ্ছে
আর কমলা রেকাবী ভরে উঠছে কোয়ায় কোয়ায়
এরকমই সকাল হতো আমাদের
দুধ উথলোনো
ময়লা নিতে আসা ছেলেটার গোলাপি দস্তানা
তার কাছেও আর ফিরবো না কখনো
দুপুরকে বিকেল দিয়ে গুণ দেবো
সন্ধ্যেকে রাত্রি দিয়ে ভাগ
সারাদিনের উচ্ছিষ্ট জড়ো করে দাঁড়িয়ে আছে
যে নীল বিনব্যাগ
তার কাছেও ফিরবো না
আমি তো শহরের ঢের দূরে গেছি
যতদূর প্রকৃত জঙ্গল
তার হাতা থেকে টিয়াকন্ঠী ডাক
যেখানে মৃদু এক লাল রেখা
সেখানেও না
আমার কোথাও ফেরার নেই
শুধু নিজের ভেতরে নিচু হয়ে

নেমে যাওয়া ছাড়া আজ
চিত্র ঋণ : Victor Bregeda




ঘোড়ার সাথে কয়েকটা দৃশ্যবার্তা : রাহুল 
--------------------------------------------------------------------
রাহুল : 

এই মুহূর্তে বয়ে চলেছি মোমের তাজমহল।জানি : হাঁ-মুখেই ঘটে যায় যাবতীয় বিশ্বস্ত সচ্ছ্বতা।বরফের পরে কি আছে জানি না।যদিও সিলেবাসের ১ম চ্যাপ্টারে অতিবেগুনী কালির আঁচড়।বাইনোকুলারে চোখ রাখলে : চিঁহি শব্দটা ক্রমশঃ দূরে সরে যায় ~


ঘোড়া :

মানছি : আপাতত তোমার হাতেও নাবিকের সওয়ারি।ডিয়ার রাহুল ~ তোমার : গোপন / অগোপন / প্রাপ্তবয়স্ক ঢেউ ~ সবটুকুই পাতাল জলসাঘরে পুঁতে রেখো।আয়নায় হাত মুছলে ~ সেই আসল রাজপুত্তুর



রাহুল :

তাহলে বলো ~ সবটুকু টেনে-হিঁচড়ে-ছিঁড়ে-ভেঙে ~ ১টাও ভুলভাল বানান্ নয়।আমরা সবাই কখনো না কখনো কোনো অলীক সমুদ্রের সাথে মিশে ~ শ্যাওলা হতে চাই।পর্দা তুলে দেখো ~ তুমিও রক্তমাংসের ১টা চাঁদ খুঁজে পাবে ~


ঘোড়া :

আজ তো অমাবস্যা তিথি।হ্যাঁ বলাই যায় চিকচিক করতে থাকা উল্টো পূর্ণিমার হাঁস।শুনতে পাচ্ছো রাস্তাটা কেমন বাঁশির তালে দুলছে।মুরগীর খাঁচাগুলো কাঁপছে।আমরা কিন্তু সময়কে জলীয় সামুদ্রিক বলতে অভ্যস্ত হয়ে গেছি


রাহুল :

অভ্যাস ~ অদ্ভুত কোনো অনাড়ম্বর গুহা।মাথা ভিজেছে : তাই ডুবে গেছি।স্যাঁতসেঁতে চুলগুলো : উদোম পায়রার পালক।তোমার বিছানা ~ আমার দেশ।দুটোতেই নেশা।খুঁড়ে চলি খনির খেয়ালে আকরিক উপাখ্যান


ঘোড়া :

যে মুহূর্তে তুমি প্রত্নতাত্ত্বিক হলে ~ ব্যক্তিগত আবিষ্কার।এসো : ডুবে যাও ~ গোপন অক্ষরের সঙ্গমরত হ্রদ।এখন একটা ঈগল এসে খুঁজবে তোমার রাসায়নিক খনিজ মুদ্গর।ব্যর্থ চোখ ~ নোঙরের জমা-খরচ খেড়োখাতা।নিশ্চিত পরাজিত


রাহুল :

এভাবে কেনো বলছো।ঠোঁটের অংশবিশেষে কোনো আপাত জায়গীরদার নেই।বরফ খেয়ালে ফসল ফলাই।আসুক : যা খুশী মাই কা বাপ্।লক্ষ্যভেদী শব্দের পাঁচিল ~ ত্রিশুল ছুঁড়ে উড়িয়ে দিই দেওয়ালের নুনক্ষেত


ঘোড়া :

হা হা হা।বেশ বলেছো : যেনো মরাহাতির সাইরেন পরমাণু।তবু ভাবি আকাশ / পাহাড় / সবুজ - কমলালেবুর বাগান।আজ যা মরূদ্যান আছে : অগ্নুৎপাতে ঝুলন্ত মালভূমির ছাদ।এখানেই তামাম ভালোবাসা : যৌনতা যৌনের অযৌন উত্তরসূরি ~ আড়াআড়ি ব্যসের কোহল্



শব্দরূপ : রাহুল



১৬-১-১৮ 

চিরঞ্জীব হালদারের কবিতা

সক্রেটীসের শংসাপত্র দেখি মায়ের আঁচলের খুটে বাঁধা থাকত।

পিতাকুমার বিবাহবাসরে ঢোকার পূর্বে
 মাতামহ তার বেনারসীতে  সেই যে বেঁধে দেন
তার দরিদ্র আঁচলে ঝুলে থাকতে দেখেছি আমৃত্যু।

তিনি যখন ঘুমোতে যেত
তার বিবাহে পাওয়া আয়নাকে ডাক দিত
যেন একটাও অক্ষর ওখান থেকে খসে না পড়ে।

পারা ওঠা আয়নায় অবিবাহিত বোন
মুখ দেখেনা আর
বালিসের পাশে রেখে  ঘুমোতে যায়।

একদিন জরামুগ্ধ প্যাপিরাস বলেছিল
এই সত্য অক্ষর আর কত কাল
 মা-হীন বহন করিব।

বলাবাহুল্য আমি নিরুত্তর।

১৮-১-১৮


কোন মন্তব্য করার আগে ভাবতে হবে
 উলফ বাঘিনী ছিল কিনা।
প্লাথ কি তাকে কোন চিঠি পাঠিয়েছিল।
এই সব বিনিময় যোগ্য সমাচার করবী গাছের নিচে পুতে রাখে কারা।
রুদ্র ইহা কি তোমার ঝাঁকড়া চুল।
বিলি কাটতে আসা মেয়েরা একদিন বাবু ঘরনী।
যোগ দেখি এক পানিফল ক্ষেতের পাশে  কাহার  সাথে কথা  বলিতেছে।
মা তার বেহালাটির পাহারাদার।
চিত্র ঋণ : Jose Luis Villagran Ortiz

দুটি কবিতা♦ সমীরণ ঘোষ

অপেক্ষা♦

বরফ-শূন্য থেকে আমাদের চূর্ণভাঙা স্লেজ
কবে যে ফিরবে, বলো বলো
আমাদের তুষারদগ্ধ স্লেজ আদৌ ফিরবে
একবার বলো

মেরু-হায়নার হাসি হিমানীজমাট,ক্লান্তিকর শুধুই
ঝরছে। প্রেতগাছ শিস দিচ্ছে ঘুমস্তব্ধ তীব্র ইশারায়

আর কোনো সম্ভাবনার রেখা তুমি কি দেখছ মেরুগ্রামে

আমাদের স্মৃতিভ্রষ্ট স্লেজ উষ্ণগরম পায়ে
ফিরবে কি লুপ্ত নিশানায়

বাজনা♦

স্পষ্ট একটা আলো এসে পড়ল। আদৌ স্পষ্ট!
চোখ ফেটে বেরিয়ে আসছে তারা।আদৌ  বেরিয়ে!

ঘটনা ঠেলছে আর দুরে যাচ্ছে সম্পর্কের রেখা

আমরা পালঙ্কে দুই বেড়াল-বেড়ালি
ছিন্ন আঙুলরাশি ছুঁয়ে ছুঁয়ে পিয়ানো বাজাচ্ছি

পিয়ানো বাজছে! চুয়ে আসা লহু কি বাজছে না!

হামি-১ ## স্বপন রায়


ফিরে যাও, হাওয়া বলছে। আমার একষট্টি, কোথায় ফিরবো?
#
গাছের নাম না দিয়ে স্বভাব দিলাম। আমার ছিলনা, তবু। রাস্তার ধারে আধারহীনা রোদ। গরীব তাই প্রতিবাদ শিখেছি, যিনি শেখাতেন তাঁর মুখে চুরুট ছিলনা। খুব গরীব নয়, তাই রাইফেল দেখে মনে হয়নি যে বাবার ক্ষমতা নেই, আমি ক্ষমতা নিয়ে আসবো। আমি আর মাধবীমুলুকে যাবো না। ও এসব জানে। ত্রিশ বছর ধরে মাধবীসিরাপ বানাচ্ছে। চাঁদের স্নিগ্ধ গোঁ যেমন, রোজ ওঠার, ও সেরকমই। ওঠে, গ্রহণ ছাড়া মাধবীকে ছড়িয়ে দেয়। হাঁসের ডানায় জলের দাগ না থাকার শিক্ষা দেয় , উজ্জ্বলগরীব আমরা। আমাদের চামড়ায় কোন দাগ নেই। হাওয়া কিছু ঘূর্ণি ফেলেছে। মাঝে মাঝে ঝড় ওঠে। খুব বৃষ্টি। বৃষ্টি কাউকে চেনেনা। যারা বাইরে থাকে তাদের শ্রেণীহীন সমাজের উদাহরণ দেয়, যা নিয়েছি তা সমানভাবে দিলাম। বৃষ্টির উদাহরণে একটু ভেজা ভাব, ভেজা বজ্রপাত। আমি ওকে বলি, ও আমাকে। ও আমাকে বলে, আমি ওকে।নতুন শহর, হাওয়াও বেশ জোরে বলছে, ফেরো। ওকে বলছে, হায় ওকেও, যে কিনা আমায় ফেরায়নি.....

Tuesday, January 30, 2018

টুকরো কবিতা                             উমাপদ কর


পাহাড়ের ছায়া পড়ে আছে পাহাড়ের গায়
  ছায়ার এপাশে গাঢ় সবুজ
       আর ওপাশে ফিকে সবুজ  
আমাকে মনে করাচ্ছে বয়সের এপাশ ওপাশ
       আমি মনকে প্রবোধ দিচ্ছি সয়ে যেতে

১০
হারিয়ে ফেলতে চেয়ে মনে পড়ে গেল আংটি বদলের কথা
       বেশ কষ্ট করে পড়িয়েছিলাম পাহাড়ের আঙুলে
    জলের ছায়ায় আমাকে লুকিয়ে ফেলেছিল গাছ
গাছের কাণ্ড ধরে আজ যখন নেমে আসি
         আমার হাতের আংটি খুলে খুলে আসে অনামিকায়


১১
আমার ভেতরে যে বাস করে তাকে বরফে বরফে জমিয়ে রাখি
       সকালের সূর্যালোক মাখাই
     আলোকিত বরফ তার রং বদলে ফেলে
আর আমার মধ্যে এক গ্লেসিয়ার জেগে ওঠে
      একটা নদীর জন্ম এভাবেই আমার মধ্যে

১২
পাইন জংগলের পাশে ফিরে ফিরে আসি
    শোভন যা কিছু দর্পণে ফেলে দেখি
 ফাঁকে নিঝুম আলোর ছায়া এসে পড়ে মুখে
একটু জিরিয়ে নিই বাতাস ভরা অম্লজানে
     আবার তো অনেকটা হাঁটতে হবে অন্য পাইন জংগলে যেতে


বেনী নিবাস / যাদব দত্ত ‌

কোদালে ধার দিয়ে যাওয়া চাঁদ
বয়সের পকেটে স্রোত বাজাবে
উমা পাহাড় আর বিরামে ফিরবে না
দুবেনীতে জমা পড়েছে গঙ্গার বর্ণনা
রুজ গোনার আগে
তবু সন্ধ্যা মুছে রাখছি ।
###
আজ চুপ ধরে নামছে বালিহাঁস
তার কাপ মাসল্ খুলে
কে গান বাজাবে
তানপুরার স‌ঙ্সারে
শ্রাবণ গুনে নেবে ভ্রু
গোলাপী ছাদের অর্জুন শীত
ঘুড়ি সুতো-খিলানে আম্রপালি
হাতেনাতে দাঁড়াও
চমকে ওঠা ধানগাছের আগে
যত্ন ভিন্নমুখী জল বুনো

চিত্র ঋণ : ইন্টারনেট 
প্রবীর রায়ের কবিতা

এলমেলো


বাঁ চোখ টেনে আনছে ডান বিষয়
বিভ্রমছবির এপাশ ওপাশ
ভালবাসার বসতিনির্ভর প্রাক আলোচনা কেউ করছেনা
হাত খুলে পাতার হারিয়ে যাওয়া
আজ আর নতুন কিছু নয়

রাতকাহন


ঢালাই শেখাল সারারাত নির্মীয়মান
চুনবালিসিমেন্ট ধ্বনিক বহুতল
রাত ঢালছে  দুচোখ বুজিয়ে দিচ্ছে ঘুম
শিহরণ সরে গিয়ে শহর বাজছে দ্যাখো


হেমন্তের পাণ্ডুলিপি থেকে-
কোজাগরী


সমস্ত নীল গুলো সমুদ্রের কাছে জমা রেখে
 ফোটাবো  হাসনুহানা বিকেল.
ঘোড়সওয়ার দিয়ে যাবে সবুজ সবুজ স্বপ্ন!

নোনাজল,  শ্যাওলার গন্ধ, চিকচিক বালি
এক ঝিনুক রহস্য বিকেল......


২)

হেমন্তের পাণ্ডুলিপি থেকে-
কোজাগরী


শীতকালীন মৌনতা সরে গেলে
কোকিল ডেকে যাবে বসন্তের বাগানে..
ডুব সাঁতার !
রাজহাঁস খুঁজে নেবে ঐতিহাসিক সকাল

ঝিলিমিলি রোদে চুল এলিয়ে খুঁজে নেবো
বেঁচে থাকার মানে

টুংটাং টুংটাং বাজবে জল তরঙ্গ...



প্রদীপ চক্রবর্তীর কবিতা


ঘূর্ণিজল / প্রদীপ চক্রবর্তী 

এক/
পণ্যবদল দৃশ্য কত
তবু তুমি পাখি দেখলে শম্ভুনাথ ?

দেখলে রহস্য এক দৃশ্য জাল
ক্ষত - প্রতিহত ভাষায় আনন্দিত কুয়াশায় আকাশ ভ্রমণ
শরীরের কারিগরিতে করা জলের কোয়া ভেঙে চলকে ওঠা ,
কমলা রোদের শিবির নির্মাণ ...

এই আছি , এই নেই অনাহূত আটপহরের রাস্তায়
একটি নয়নসুখ মৃত্যু দৃশ্য উপমেয় হলো ...

অন্তর্ঘাতে যথাযথ পৃথিবীর ভরকেন্দ্রের সুগভীর শ্বাসকষ্ট হয়
সেই ধ্বনির শিকারি বাহিনী আপ্রাণ মুছে ফেলতে চায়
পাহাড় স্যিলুয়েটের ন্যুড ক্যানভাস
চোখের দেখায় গাছ ঝুঁকে পড়ে আরও

এখানেই ছুটির ঘন্টা বেজেছে বন পলাশের জঙ্গলে ...
রঙের অন্তরঙ্গ সমাহিতি | বিন্দু নাদ |
ঈষৎ জঙ্গি ...
মনকে সামর্থ্য দেয় গোধূলি নামক হরেক জিনিশ
ভ্রমণ শেষ হয় না | বেহিসাবী টুটাফুটা শব্দ শীকর |
একঝাঁক কলহাস নুড়ির মতো বাজতে বাজতে
খাদে - খোঁদলে গড়িয়ে যায় ...

দুই /
অন্ধকার এলোপাথাড়ি | নদী অদম্য বাজিকর |
শব্দ চেরাই ঘরে পরিযায়ী এই রঙ, অঘ্রানের |
হাঁটি | দেখি | ভাবি | খুঁজি | অজানা ফাঁদের খোঁজে খোঁজে ...
ব্যবহারিক ছায়ার সাথে শব্দ নেই |
আধিয়ারে ভাঙলো শিশির |
হাঁটি | দেখি | শিস দিয়ে বাজাই এই সব
                                     পাহাড়ি  হাওয়া ...


প্রণব পালের কবিতা :







দৃশ্যকল্প
দেবাশিস মুখোপাধ্যায়

১.
পুরোনো সোয়েটার
তোমার উল কাঁটার
আর হাতের গন্ধ নিয়ে
শুয়ে আছে
স্বরের ভিতর সে ভালোবাসা নেই
ওকে ঘুম দি ন্যাপথলিনের

২.
অসংখ্য লাল পিঁপড়ের মাঝখানে
সাদা নকুলদানা
কাচের ভিতর ঈশ্বরের হাসি হাসি মুখ
সমস্ত ধ্যান অবশিষ্ট কণিকায় ফিরে
গেলে
আমি খেয়ে নেয় অদৃশ্য কেউ

৩.

বেড়া থেকে বিড়াল বেড়িয়ে এলো
আলোছায়া
তার শাড়ি সে ছুঁয়ে গেলে
পরমের কোলে চলে যায় রাইমা সেন
লতায় লতায় দেখি কিশোরে পেয়েছে সবুজ

ভ্রান্তি
---------------
জয়ীতা ব্যানার্জী গোস্বামীর কবিতা :


#১
নীল পাখি পুষেছে হৃদয় ।
দিনভর 'ঘুম নেই ঘুম নেই '- একটি সুরেই কথা বলা ।
নীলের কাছেও এত ঋণ !
আলো নেই ,রঙ নেই ...শুধু দুটো চোখের মতন কিছু
রাত জেগে থাকে পাহারায় ।


#২
ভাবি ভ্রম থেকে দূরে আছি
তখনই তোমার রুমাল খুঁজে পাই ...
এ ঘরে একটিই টেবিল -
কথা শোনে তোমার মতন করে ।
জানলায় রোদ এলে সরে আসে ছায়ার আদলে -
ভাবি ভ্রম থেকে দূরে আছি
তখনই ছায়ার পা নড়ে ওঠে মেঝের উপর । 
চিত্র ঋণ : বোরেড পান্ডা 
অতনু বন্দ্যোপাধ্যায়ের কবিতা :


কিসি কি বাত পে 
এক।।
আমাদের এইরকমই আলোর জন্য হা করে বসে থাকা। সেই আততায়ী সন্ধ্যা পাখীহীন হয়ে এই পাকুড়তলায়। অনেক রাত পর্যন্ত হিসেবের বহিরাঙ্গ মাপা ছাড়া কোন উপায় ছিল না।শেষতক্‌ আমারই ডাক পড়লো।নজরের হাত পা মাড়িয়ে সামনে গিয়ে দাঁড়াতেই নতুনের মুখোমুখি হবার নোটিশ...আনন্দকে বয়ে আনার ঠিকান ।

হঠাৎ বড় হয়ে গেলাম।একটা ভয়ও কাজ করা শুরু করলো।চলে গেলাম তিস্তার স্পারে।আর তোমাকে দেখতে চাইলাম বারবার খাদানের একজন হয়ে। মন্টুদা সাহস দিয়েছিলো। বন্ধুরা বলেছিল পরম মুহূর্ত...আমাদের শহর গেয়ে  উঠবে নতুন ভাষায়। তাকানোর আশ্রয়ে।

অবশেষে দেখা হল চেনা রাজপথের সাথে।চেনা বাড়িটার সাথে।আরো একজনের সাথে যে কাল থেকে থাকবে আমাদের ভরসা হয়ে। তিনতলায় সকাল থেকেই রোদ এসে ধুয়ে দেবে জামাদের বোতাম।
চারপাশের এই সাজানো অক্ষরে মিশে যাবে দক্ষিণের বাতাস।

সকাল থেকেই তোড়জোড়। চাপ চাপ উন্মাদে রাখা সেইসব কাছাকাছি।লিখিত হয়ে ওঠার তাগিদে শুধু চাঁদ ছিল।ছাদ ছিল।আর ছিল মেঘলা সন্ধ্যায় হাতে হাত রেখে নেমে যাওয়া গৌরীয় স্টেশন মাইয়া মায়াপুর......

সাদা সাদা ডানায় বসানো এই সব স্মৃতির তসবির।কেটে যাওয়া উঠোন।বন্ধ দরজার ওইদিকে রাখা জলের বাহানা

ছেড়ে আসা সময় নিয়ে এটুকুই জানা। এটুকুই মনে পড়া।

দুই।।

তোমার মনে পড়া সম্পাদনায় দিগন্তে  মিশে থাকা দুই নদী ছিল বৃত্তান্তের যাত্রা নিয়ে।সহবাসের প্রথম পর্বে।
একটু দূরে বর্ষ শেষের চিহ্ন কাঁটাতার। আজো লেগে আছে চুল...
আর সরু রাস্তা ধরে মিশে যাওয়া প্রবাসি ছায়াদের এক কৌটো প্রেমালাপ। আপাতত সংখ্যায় বসানো এই এপ্রিল
 প্রথম পাতায় রাখা আদরের লোডশেডিং নিয়ে।
প্রিপেড তুমি তখন কেন যে কালি গোছাচ্ছিলে...কে জানে?আর অজান্তে সেইসব যাদের
ধরে রেখেছ আজো তারা কেবল বিরাম চাইছে...চাইছে তিন চারটে ক্যালেন্ডারে ভরে উঠুক
 আগামী মাসের কোন এক দিন।তখন রং করতে করতে চোখে পড়বে...এক কোনে ওই তো
 নিরিবিলির খোয়াইশ গুলো
সব নামছে

নেমেই যাচ্ছে মাছ ধরতে

জলে আরো জলে আরো আরো সবুজ জলে নীল জলে

তিন।।

ছুটি এসেছিল।হঠাৎ ই এসেছিল।পদ্মার পারে।ভিটে ছেড়ে ,মাটি ছেড়ে...এই জলজ জ্যামিতি ছেড়ে।সাথে দিনান্তের ওই পশ্চিমের পথ।তাকালেই পেরিয়ে আসা রেলগেট...চেনা বাড়ি ।চেনা শুভ।ম কিনে দে ডাক।সব্বাইকে ডাক।আজ সন্ধ্যায় সাইকেলের ম্যাজিক...বিকেলের হলুদ মেশানো। তখনো বেমালুম ভুলেই আছি রেডিও কানে নিলেই বাজে না...ওতে ব্যাটারি ডালতে হবে আয়ুসের কারখানা থেকে।

ছুটি একটা মাঠ চেয়েছিল।যে বেজায় রেগে থাকবে আমাদের দুটো দলের জন্য।সেই প্রবল উৎসাহের জন্য।আর কাদা কাদা পা গুলো মেখে নেবে সাপ্তাহিক মির্জা...এই সব ভেবে বাঁশের পোস্টেরা গান জুড়ে দিল আর চায়ের দোকান থেকে শয্যায় উঁকি মারে বৃষ্টি শেষে নেড়ে রাখা ওহে
তুক বাজালেই তাক থেকে সরে যাবে বইপত্র...মেজাজ বেরিয়ে আসবে হা্তে হাতে।
হঠাৎ নজরে পড়লো ছুটি য়ার মাঠেও নেই ।আশে পাশে কোথাও নেই। শুধু খেজুর গাছের গা বেয়ে চুঁইয়ে পড়ছে  তাকিয়ে থাকা রস...
তুই বললি শেষ। আমাদের একটা মরসুম শেষ।আবার দল বদল...আবার নতুন করে ডালে ডালে ছাড়পত্রের পালানো রাখিস।জানালা দিয়ে মাঠটাকে দেখেশুনে রাখিস

চার।।

অভিমান...সেতো ফিরে গেছে তোমার আড়িতে।আজকাল আর এপ্রিলের কথা মনে থাকে না।আমার শহরে এখনো শীত।শীতের রেওয়াজ গুলো ফিরে এলো বাক্সের বাইরে।‘শুভ নববর্ষ’—এইটুকু কথার মাথায় মার্চের মন খারাপ।তবু ফিরে তাকানোর কপাল আড্ডা আর গ্লাসের ছাউনিতে বেশ মানিয়ে গেল।রেঁধে গেল।বেড়ে গেল।
রবীন্দ্রদা একটা চিঠি লিখেছেন প্রবীরদার বইটা নিয়ে।চারটে দেওয়াল নিয়েও কখনো কখনো ঘর হয়।তুমি মানো না মানো।আর এইতো অনি অনি নিমগ্ন ওভার ড্রাইভ  চেয়ে গত ম্যাচে যে কাট্‌শটে জিতে গেলাম তার দুপুর  বিকেল   সন্ধ্যা   রাত্তিরটা টাঙিয়ে দিলাম স্কোরবোর্ডে।
একজন আম্পায়ার চাই।আর একজন দর্শক।তুমি লিখে দিও কার আদরে আরেকটা হেরে যাওয়া দেখা যেতে পারে।
বারীনদার বাড়িতে এখনো জাম লেগে আছে।গোঁফের তা গুলো কে কেটে দিল দোয়েল?না টুনটুনিটা ভোরবেলার অজুহাতে চড়াই হয়ে উঠলো তোমার দেরির কিনারে?জানি না কেন এই কাটাকুটি।তবু ভাল।তিনি ভাল আছেন,তুমিও সুখে আছ গৃহের সাঁতারে......স্পাইরালে।
তুব এক দুই তিন করে অভিমান আরো আরো নতুনের দিকে।পীড়বাবার শুক্র সন্ধানে।যখন হাওয়ার চুমুকে মেয়ে নেই,নরম নেই,নেমে যাওয়া নেই...কেবল পেতে চাওয়া সেই কাচের টুকরোটা।
কাল জ্বাল দিয়েছি ময়দা আর তুঁতে।আবার আঠার গন্ধ চাই।চাই ফিরে আসা অভিমান ও......

পাঁচ।।

বিবাদী সেই নাগরদোলা য় আমাদের বারণ ছিলো।তবু একদিন তোমার হাত ধরে চেপে বসেছিলাম...তার শিরশির আজো গায়ে কাঁটা দেয়।আর কেটে কেটে বাদ দিয়ে রাখে সেই উচ্চতা যার নামানো নীচের দিকে টেনে আনা এই গ্রাম ঢুকে গেলে বুকের ওইপাশে...
তুমি নামতে নামতে এতোটাই হেসেছিলে যখন
এরকমই শীত আর শ্যাওলা ভেঙে  মন টি কাড়লো রা যতটাই আমাকে বুঝিয়েছে,ঠিক ততটাই ভাবতে ভাবতে কলেজ পালানো নদীটার পরেই প্রথম হাইওয়ে
এখনো লেগে আছে শাড়ীর কুঁচিতে    দেখ আঁচলেও  কিছুটা চাকার পাতানো
বাড়ির ধমক ডোবা  বি  বাদ  বার্ষিকী    ‘আপনি বুজতি হুয়ি আখো সে’ টুপ টুপ বেয়ে যাওয়া লুকোনো স্বপ্নের পরে কি ভীষণ ব্যাথার আনন্দ
কি দারুণ সারা রাত গেয়ে গেয়ে ওঠা............
 ‘হার এক বাত পে ক্যাহেতে হো তুম কে তু কেয়া হ্যায়’
এখন ও কাঁদতে ভাল লাগে মির্জাজী......এখনো ভাবতে ভাল লাগে লেকিন...খাক হো যায়েঙ্গে হাম
এই একটু ভাঙা ভাঙা মন টি কাড়লো র জন্য

ছয়।।

কোথাও উপহার গেয়ে উঠলো।নথের আগালে তার আন্তরিক স্পর্ধা।আমাদের এই দেখাটুকুই ব্রীজ হয়ে যাচ্ছে।পেরিয়ে যাচ্ছে নজরের চৈত্র মাস।নানান ভুলে থাকা ঠিকানা।পাশাপাশি এইযে বসে আছি আর তোমার হাসিতে বেজে যাওয়া ভয়, আমাকে আরো কাছে করে নিলো। এলো সেই স্কুল পালানোর মজা।সিনেমা হয়ে উঠছি আমরা।আর নায়ক নাইকা ও।কানে এইবার তালা ঝোলাবো আর ঠিক সেইখানে নেমে যাবার আগ পর্যন্ত এই কাঁধের নরম শুধু রেখে দিক আরেকটা সূর্যের থৈ থৈ... বুনে রাখা  সহজ গল্প গুলো।

আসছি কাছাকাছি হয়ে ওঠার মহরায়।একটা সিগারেট থেকে জ্বলে গেল কানাকানি। তোমার ব্যাগ খুলে বেরোনো ডাইরির পাতায় অনবরত বৈশাখের বাহানা।কিছু তো এখনো বললে না।শুধু শুনেই গেলে। কি ভাবছ? এরপর কি হবে? নাকি কেউ যদি দেখে ফেলে থাকে.........
আরে এভাবেই তো সব মানুষই বড় হয়।সকলের জীবনেই এই রকম কোন না কোন পালানোর চিঠি থাকে।কিছুটা জানা কিছুটা অজানা।

দাদা আমাদের দুটো চা আর দুটো বিস্কুট দেবেন।ওরা সকলেই আমাদের কথা ঠিক শুনছে। শুনুক। সাহসটাই আসল। বাবা বলেছিল। আর মা বলেছিল ‘ বাবু,ভাল না বাসতে জানলে জীবনে এক পাও এগোনো যায় না’।
এই উফারটুকুই এখনো সম্বল।কি দারুণ বাজে।দেখি পাখিদের সাথে তুমিও নেচে নেচে ওঠো। আমার তলানী পর্যন্ত তুলসী ছুঁয়ে যায়।গাছ থেকে নেমে আসে তাজা মুকুল। ফুল ফোটে আততায়ীর চারপাশে। তোমাকে চুমুক ভাবি।তীব্র চায়ের গন্ধ ছড়িয়ে যায় বিন্দুতে......

আমি আজ গেইল হয়ে উঠছি।জিতে নিচ্ছি সমস্ত নির্মাণ। আশ্চর্য চিরুনি দেখ তোমাকে করে তুলছে ভেজামাটি  স্নানঘর  আর   প্রাথমিক লাল নেড়ে  নেমে আসা শাড়ির সিনেমা......

ডাকি, এইবার শুধু ডাকি
তোমার  নিখুঁত    বিশ্রাম

চিত্র ঋণ : এলিনা মাকারোভা লেভিনা

বুক রিভিউ :

কাব্যগ্রন্থ: আনুপাহাড়ের জলছবি(বইটি সব্যসাচী হাজরার ২০১০-এর জানুয়ারিতে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ (‘তৃতীয় ফ্লাওয়ার শো’) ও ২০১১ তে প্রকাশিত দ্বিতীয় কাব্যগ্রন্থ(“ওভ্যানোর ওভেনে’) -এর নির্বাচিত কবিতার এবং ২০০৭-২০১০ পর্যন্ত আরও কিছু অপ্রকাশিত কবিতার একটি সংকলন।)
প্রকাশ:২০১৭
প্রকাশনী:সুতরাং
প্রকাশক: সঞ্জয় ঋষি
আনুপাহাড়ের জলছবিঃ সব্যসাচী হাজরা
পাঠ-প্রতিক্রিয়া: পীযূষকান্তি বিশ্বাস


পাঠকামী/পীযূষকান্তি বিশ্বাস



কবিতা পড়তে গিয়ে নানান অভিজ্ঞতা হল । কবিতা চিনতে গিয়ে হোঁচট খেলাম । কবিকুলকেও চিনতে চিনতে সময় লেগে যায়, কবির ভাষা, ছন্দ, ধ্বনি, চিন্তা, দর্শন, কাব্য ইতিহাস, আর নিজেকে আলাদা করে দেখতে চাওয়া । আর যদি তা এইসময়ের হয় । অর্কেষ্টার ধ্বনি আর ভিতরে একটা একটা নোটের ব্যক্তিত্ব ফুটে ফুটে আসে অথচ কেউ কাউকে নালিফাই করে না, পরিপূরকের চরিত্রে যখন এক একজন ধ্বনিযন্ত্র নিজের চরিত্রকে ধরে রাখে, এমন সঙ্গীতকে দুহাতেই শিখে নিতে হয় বাজনা বাজানো, তাকে হয়ে উঠতে হয় সব্যসাচী, হ্যাঁ- আজকে সব্যসাচী হাজরার কথা বলছি । তার কবিতার কথা । তার দেওয়া এই উপহার আনুপাহাড়ের জলছবি ।



    

বই - আনুপাহাড়ের জলছবিঃ সব্যসাচী হাজরা ।



সব্যসাচীর কবিতার সঙ্গে আমি আগে পরিচিত । কিন্তু যে কবিতা আমি তার চিনি, বলা যায় সেই চেনা অতি গভীর নয় । এই বইটি পাঠ করতে করতে তা আবিষ্কার করলাম, আমার এখনো চেনা অনেক বাকি । তার কবিতায় একটা সঙ্গীত আছে, নানান বাজনা বাজে, তবলাটা বেশী পরিষ্কার, পিয়ানো স্টোন আর সেই কথাই আজ বিষয় হিসাবে তার কবিতায় মুখ্য হয়ে আসে, ছন্দের এমন অপরূপ কাজ আমি আগে দেখি নাই । 

"অলিতে - গলিতে

       ধা-নি-সা-গা

                   নি-সা

                       নি-সা

মা-ধা-নি..." -কবিতাঃ হিং চার চিল 

এই সব আমার কাছে নতুন, একটা আঁধার আর আলোর বায়স্কোপ । তার এই ধারার কবিতা স্বতন্ত্র, আলাদা ও পৃথকভাবে সব্যসাচীকে ভিড় থেকে বাইরে অবস্থান করে । একদিন কবির সঙ্গে আলাপকালে জিজ্ঞাসা করার সুযোগ হয়েছিলো যে এই কবিতাগুলো কি ধারার ? প্রেম, বিরহ, একাকীত্বের ? নাকি অনন্ত সত্য আর নান্দনিক কবিতা ? সব্য চোখে মুখে অপার বিস্ময় নিয়ে হো হো করে হেসে উঠেছিলো ।



আর একটা প্যারামিটার নিয়ে কাজ করেন সব্যসাচী, সেটা হল এবসার্ডিটি, এমন ভাবে ঐতিহাসিক আবহ এমন অনুপাতে মিশ্রিত করে বিকারে চড়ান তাতে কেমিক্যালের চিত্রকল্প ভেঙে বিক্ষিপ্ত হয়ে ওঠে, তারপর সেইগুলিকে ছন্দে ধরে ফেলেন এই আধুনিক যুগের ছন্দ যাদুকর কবি সব্যসাচী হাজরা । 

"আমার প্রাইমারি ত্রিভুজ আকার দিনে

    তিনটে পটাশ ফিঙে হয়ে গেলো,

ধরো আমি প্রিন্টেড টীতে

   নিমন্ত্রণ করেছি

       হেরোডোটাস আর তার বন্ধুকে..." -কবিতাঃ  নিমন্ত্রণ করেছি হেরোডোটাস আর তার বন্ধুকে । 



কবিতা নিয়ে আমি বলার মতো তেমন কোন ব্যক্তিত্ব মনে করি না, আমি নিজের পাঠক স্বত্বা দিয়ে এইটুকুই বুঝি, পাঠকামি করি, সব্যসাচীর লেখা পাঠকামিকে এমন ভাবে ঝাঁকিয়ে দেয়, পাঠক হতে গিয়ে আমি নিজেই বুঝি আমার অক্ষমতা । আরও কিছু মাইল দৌড়িয়ে নিয়ে যায় তার কবিতা । তার কবিতা ঠিক দেগে দেওয়া যায় না, বা বলা যায় না এইটা এই কবিতা বা এই কবি এই এই কবি দ্বারা প্রভাবিত । এর রচনাভঙ্গি, কাঠামো, চলন, ভাষা, বিষয় থেকে বিষয়ান্তরে যাওয়া আবার ফিরে আসা এক কঠিন অনুশীলন দাবী করে । সব্যসাচী সেটা করেন বুঝি, শিল্পী মনের কথা বিকশিত করা তার বাঁয়ে হাতের খেল, ডান হাতে উনি শুধু পিয়ানো বাজান । 

"ঢাক

   ঢোল

    দেহ

   সিমেন লিং, হায়দ্রার ঐ দুঃস্থ অচিন

  বুঝতে চাও ?

     দোহাই ওদের

      তা ধিনা ধিন্‌    ধা তিনা তিন

 আয়তনের নানারূপ

বায়োডাটা ওদের ভূঅঙ্গে ছিল

পশুদের ধানে দু-ইঞ্চি ছিট

        দাদা বৌদি 

        আহত পাঠশালা " - কবিতাঃ বঙ্গতাল । 



বারবার তবলা, হারমোনিয়াম চলে আসে তার কবিতায় । আসে বাংলা নদী-মাঠের কথা । বাংলার নিজস্ব ঘরানায় নতুন করে একটা তাল অনুভব হয় যার কথা আমরা কোন ছন্দে আজও ধরে পারি নাই । এই বইটি আজ পড়তে পড়তে আর এক সব্যসাচীকে দেখতে পাই, আর এক কবির মনের কথা । 

"এই ছুটি থেকে পর পর

             হিসেবের ঝড়

            আমার শরীর চারটে কোয়াডে

   দেড়মাস টাঙিয়ে রেখেছি

       হুখোলা শামুকের পাশে

          নিরীহ হব

              ত্রিপর্ণের মদে আলগা হব

যদি তোমাদের রু-এ বৃক্ক হতে পারি..." - কবিতাঃতিনটে ঈ । 



এই কবিতা সচরাচর পড়তে পাই না । বাংলা ভাষায় নানান আঙ্গিক, নানান গল্প, নানান ধারার নির্মাণ, বিনির্মাণ চোখে পড়ে, এই কবিতার চরিত্র, ভাষা, সাক্ষর, শব্দচয়ন জারা হাটকে । যদি তোমাদের রু-এ বৃক্ক হতে পারি এমন তথ্যকথা কি অনায়াসে শারীরিক বিজ্ঞানকে মিশিয়ে ফেলতে পারে । এইসব শব্দাবলী কোনদিন ভেবে উঠতে পারিনি । 



ওর কবিতা শুধু পড়ার নয়, দেখারও, শোনারও, অংক কষের মেলানোরও । এমন এমন চিত্র, ইতিহাস, বিজ্ঞান, ভূগোল চলে আসে, আর তা মিলিয়ে যায় পঙক্তিতে পঙক্তিতে, অবাক করার মতো । এই বইটি সংগ্রহ করেছিলাম কলকাতা কফি হাউসের সাক্ষাতে । সে আর এক কাহিনী । সব্যসাচীর কাছে তখন কপি শেষ । কোন এক ঘনিষ্ঠ কবিবন্ধুর কাছে এই কপিটি ছিল । তাকেও কফিহাউসের আড্ডাতে ডাকা হল । বলা যায় তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমাকে এই বইটি উপহার দেওয়া হল । আমি লজ্জা পাচ্ছিলাম, কিন্তু বন্ধুটিও তেমন কিছু বাঁধা দিলেন না দেখে আমি ভাবলাম 'ওকে' । পরেরদিন আমার দিল্লির ফ্লাইট, আমি তা মিস করতে চাইনি । পরে জেনেছি, ঐ বন্ধুটির নাম পার্থসারথি ভৌমিক।  ও নিজেও ভাল একজন কবি এবং তার সঙ্গে পরিচয় হবার পর বললেন সব্যসাচীকে ছেড়ে কথা বলবেন না । 




আসলে এমন একটি বই সংগ্রহে রাখার মতো । ভিন্নতর স্বাদের জন্য । আগামীতে সব্যসাচী কবি হিসাবে কোথায় স্থান পাবে অথবা কত বড় কবি হবে সেই হিসাবে আমার কোন এস্টিমেট নেই, কিন্তু এইটুকু জানি, এই এতটা বয়সেও নিজের একটা সিগনেচার আবিষ্কার করে ফেলেছে ।

বাংলাদেশের  কবিতা : 

কবিতা একটি প্রবাহমান ধারা । দেশ কালের বেড়াজালে তাকে আটকে রাখা যায়না । তাই কাঁটাতারে ভাষা বদলায় না । তবে কবিতার ক্ষেত্রভূমি অনুযায়ী লেখার আঙ্গিক ও ভাবও বদলে যায় । অনেক অনুরোধে ওপার বাংলার যেসব কবিরা লেখা দিলেন তাদের ধন্যবাদ । ফারহানা রহমানকে অনেক ধন্যবাদ । লেখা সংগ্রহে সাহায্য করার জন্য ।




অপরাহ্ণ সুসমিতোর কবিতা 







বাংলাদেশের সুমী সিকান্দারের কবিতা 

বনিমনা/ সুমী সিকানদার

এক দঙ্গল তুষারের মাঝে
ক্যালিগ্রাফ রেখে যেতে যেতে মনে হলো

উদ্ধত জলপ্রপাতের তোড়ে
যখন পা ফস্কে যেতেও সামলে নেবে ,

তখন এই মাইগ্রেট করে উড়ে আসা ডানাকেই খুঁজবে
তাই রয়ে গেছি এফ এম এ।

জমাট জমে থাকা উচ্ছৃঙ্খল ইমেইলের ৫৪০ শব্দে
তোমাকে রেখে যেতে গিয়ে মনে হলো

আচমকা পাওয়ার অফ হয়ে ঘুটঘুটে আঁধার
আর মাইনাস মিলে, কিছুতেই আমাকে দেখতে দেবে না।

বরং অস্ফুট ভীত গলায় ছোট্ট ডাক 'আছো' ?
আমি জানি তো, আছি । সারাক্ষণ আছি।

দ্রুত পর্দা সরিয়ে না দেখা আঁধার অন্দরে ঢুকে
হিমাঙ্কে আলো হয়ে আছি বনিবনা করে
যতক্ষণ না মেকি আলোটা এসে ঢঙ শুরু করে।



লবঙ্গঘ্রান


গির্জা থেকে আসা ঢং ঢং আওয়াজটা আসলে আওয়াজ নয়
নাম ধরে ডাকার ইশারা । আমাকে কিম্বা তোমাকেই।

অন্যমনষ্ক শিশিরের বুক চিরে দেয় আমাদের নম্র পা , আঙ্গুল
অনেকটা ঘাস হেঁটে দেখে ফেলি রাংতা মোড়ক , লুকিয়ে লুকিয়ে।

পুরোনো গির্জাটকে খুঁজে না পেয়ে ফিরে গেলো দ্বাদশকাল
পাশ থেকে সরে গেছিলো লবঙ্গঘ্রাণ, তার গালের স্পর্শ ।

শিশিরের ঠোঁটে ভেজা সেই অহরহ নাম ধরে ডাকি

দুজনের বিলম্বিত রাতসহ দুরবিন জেগে থাকে , থাকেই।

আর জাগে বড়দিনের বিয়ার ঢালা কেকের ঘ্রাণ
কোন এক বড়দিনে হারিয়ে ফেলা চোখ ভেবে কাটছি ভ্যানিলা লেমন ।

ঘ্রাণ পাও ? এবার আলোয় ফুঁ দাও । দাও।
বাংলাদেশের কবিতা : মেঘ অদিতি



মেঘ অদিতি
সাপলুডো


সমস্ত প্রহারের শেষ এই চিহ্নবিজ্ঞান
বিনিময়ে নির্মাণ চাও..
বিন্দু ছেড়ে যাও কেন বর্গের কাছে
রহস্য ভালবাসো?
ভ্রমরঅপেক্ষা আমার..
আয়না থেকে অবাক নির্জনে..
অমন ধাতবমুখ! দেরি হলো খুব?
খুঁজছো অচেনা নদী, পালকের ভাষা
নেমে যাচ্ছো খাদের উপসংহারে
অমরত্বের খোঁজে..
আড়াল রাখিনি তো কোনো, এস সাপলুডো খেলি
অরণ্য জাগলেই বুনে দেবো জলের বাগান

ঝাঁপতাল


যৌথ চাদরের ঢাল
ওখানে মুখ রেখেছে
চৌকো আলোয় মাতরিয়শকা
এক, দুই, তিন.. অসংখ্য টুকরো কাচ
তুলে নিতে ভাবি
তুমি যদি বলো নিরাময়ের কথা
আমি কিন্তু ইশারা করছি অসুখহীনতার দিকে
শতাধিক ক্ষত নিয়ে সতর্কতায়
অদৃশ্যে বিভক্ত হতে হতে ভাবছি
এবার শিখে নেবো ঝাঁপতাল

একটা সেতু অন্তত জেগে থাক
এই মধ্যরাতে..
আরিফুল ইসলামের কবিতা :

মৌমিতা সেনরা সেদিন সংখ্যালঘু ছিল না

-আরিফুল ইসলাম



কোন এক রাতের গল্প।

গ্রীণ রোডের ১০১ নং বাসার গেইট।

কালো চাদর আর শর্টগান আমার শরীরের আত্মীয়-
প্রিয় সহযোদ্ধা তমাল, ওর আদরের ছোট বোন মৌমিতা সেন;
আমার টিলেটালা শরীর দেখেই বুঝে ফেলত।

অথচ সেদিন,
আমার প্রবেশ তমালের চোখে ধরা পড়েনি
ধরা পড়েনি মৌমিতা সেনেরও!
দ্বিতীয় দরজায় পাশ্বেই হেলান দিয়ে-
বোবার মত দাঁড়িয়ে ছিল তমাল।

মৌমিতা সেন!!

ভগবানের ডাকে তখনো সাড়া দেয়নি!
টলটলে ফুলের মধু লুটেছে বিষাক্ত মৌমাছির দল।

রুমের মেঝেতে পড়ে থাকা তার অর্ধনগ্ন -
দেহটা আমি প্রথম স্পর্শ করি;
ও লজ্জায় লাল হয়নি, “তুমি দারুন বেহায়া”
এমনটিও বলেনি আঙুল উচিয়ে।

যৌবনে ভরপুর নিথর দেহটা-
আমার কোলে সপে দিয়েছিল,
সেকি ভালবাসার অধিকারে?

অনুভূতিহীন এই আমি;
কাকা আর কাকিমার গুলিবিদ্ধ দেহে-
দেখেছি; বাংলার লাল সবুজের মানচিত্র।

তমালের পাঁজর ভাঙ্গা শব্দ শুনিনি আমি!
শুনেনি কেউ।

মৌমিতা সেনরা সংখ্যালঘু ছিলনা।
তবে এরা কারা?

তবে সংখ্যালঘু কারা??
চিত্র ঋণ : এম. জিমারম্যান 
আশরাফ জুয়েলের কবিতা :

কোথায় আমার দেশ?


তুই হাঁটছিস বিষণ্ণ কলেজস্ট্রীটে,
আমি দাঁড়িয়ে সন্ধ্যার একাকী শাহবাগে,
আত্মা কাঁটাতার টপকে শহর কোলকাতায়।
কফিহাউজে আজ কে কে আড্ডায়?
এখানে মধুর ক্যান্টিন মশুগুল জলশায়।

এই শহরে ট্রাম নেই, মেট্রো নেই,
আছে রিকশা, আছে সি এন্ড জি-
মাঝে মাঝে ময়দান বেড়াতে সোহিরাওয়ার্দী উদ্যানে,
হরহামেশা বেইলী রোড চলে যায় নন্দনে।

ভাষার ঘুড়ি ওড়ে কোলকাতায়,
নাটাই খেলছে ঢাকার ব্যস্ত হাওয়ায়-
ভাষারও পাসপোর্ট লাগে রে!
শান্তিনিকেতনের মাটি জিভে নে,
ঠিক পেয়ে যাবি শিলাইদহের স্বাদ।

সল্টলেক, বেলগাছিয়া, বালিগঞ্জ, বউবাজার-
অনিমেষকেই খুঁজছি, আমরা সবাই একসময়
অনিমেষ হতেই চেয়েছিলুম।
সূনীল’দা চলে গেছেন নীরাকে ফেলে,
কতো প্রেম জমে আছে নীরা’র জন্যে।
বন্ধু, শীত আসি আসি করছে ঢাকায়,
কোলকাতায় নিশ্চয় আশ্বিন গান গায়?
দাদীমা বেনাপোলে প্রাণসখার অপেক্ষায়,
ঠাকুরদা ইমিগ্রেশনহীন ট্রেনের আশায় পুড়িয়ে
দিলো পুরোটা যৌবন।

রাষ্ট্রধারণা কী পারবে তাঁদের আকাঙ্ক্ষার
মিলন ঘটাতে?  



বাংলাদেশ

মরূদ্যানে জন্মিনি, কুয়াশাবক্ষেও নয়,
তুষারপাতে বিপর্যস্ত হননি আমার মা-
তুমি আমার শ্বাসপ্রশ্বাসের অগ্নিরথ, শক্তিবলয়।
পূর্ণিমার রক্তরঞ্জনের স্বর্ণালোক তুমি-
সরষে ক্ষেতে সম্মোহনের আগুন জ্বলে আজও,
বোরো শীষের আত্মত্যাগে ভিজে ওঠে কৃষকের চোখ,
ধান ভর্তি নৌকার পালে ভর করে যাপিত জীবনের সঙ্গীত,
গ্রাম্য রমণীর বাঁকে বাঁকে খলবল করে কলস উপচে পড়া সুখ।

মধুক্ষরা মা-
তুমিই দিয়েছো অমৃতোত্তম সুধা,
নিশ্চিত করেছ প্রতিটি উড়ন্ত ডানার স্বাধীনতা,
রক্তাধিক পবিত্র তোমার শরীর, তোমার সঞ্জীবনী রস
আমার প্রাণ।

পাশবিক উগ্রতা কেন সয়ে যাচ্ছো?
কেন নারীভূমে আঁকতে দিচ্ছো অক্ষমতার দাগ?
নেশাপিয়াসী অর্বাচীনেরা জ্যামিতিক কোণে ছেঁকে ধরেছে তোমায়,
উজানের স্বার্থপর কংক্রিটের ঘেরাটোপে শুষ্ক তোমার বুক- পিপাসার্ত
পদ্মা- মহানন্দা- মেঘনা- সুরমা- যমুনা-
বিচ্যুত নিঃশ্বাসে মেনে নেবে দূর্ভাগ্যের সিঁদুর?

সাগরকন্যা, পাহাড়ভ্রাতা, বরেন্দ্রনারী, বনজপুরুষের
উপর ওরা বসিয়ে দিচ্ছে ভুলের কোদাল-
জন্ম হচ্ছে পাপের জঞ্জাল- আঘাত হানছে নিয়মের লক্ষ্যবিন্দুতে,

যদি ক্ষোভের আগ্নেয়গিরি বমি করে ফেলে?
যদি আত্মার নির্যাস দাবী করে বসে বৃষ্টি?

তুমি কী প্রেমাস্পদার উরু-স্তনের নিরাপত্তা চাও না?
তোমার ফাটল কী প্রত্যাশা করে না নির্ভরতা?
পশ্চিমের রতভক্তি করার জন্য জন্ম হয়নি তোমার,
উত্তরের আকাঙ্ক্ষাদীপ্ত জিহ্বার পুজোর জন্যও নও-
তবে কেন শ্বেতশুভ্র মসৃণ স্তনে ফেলতে দিচ্ছো বিজাতের নোঙর?

উপনিবেশের রেলনকশা উপড়ে ফেলেছিল
সূর্যসেন, ক্ষুধিরাম, বিনোদবিহারী, ইলামিত্র।
রফিক জব্বার সালামের প্রাণপ্রপাতে ভেসে গেছে শত্রুব্যুহ,
সুর্যসন্তানেরা একাত্তরে তাড়িয়েছে হিংস্র হায়েনার দলকে-
‘মুজিব’ নামের এক বৃক্ষসম স্বপ্নদ্রষ্টা সগৌরবে ঘোষণা
দিয়ে ঝেটিয়ে বিদায় করেছিলো ভিনদেহী জঞ্জালকে।

ভয় পেয়ো না-
তোমার ঘাড়ে ফিনকি দেয়া শ্যেনদৃষ্টি পুড়ে যাবে সাহসের উনুনে।

মা, আজও ভালোবাসি তোমার দেহের অম্লতা-
তুমি আমার সম্পূর্ণতার ইঙ্গিতবাহী প্রভাতফেরি।
তুমি কামনা, বিস্ময়মুগ্ধ নয়নবিহারী মাঠ, সুকুমার হাওয়ার বৈঠা,
তুমি শীত রাতের কুয়াশা ভাঙার মন্ত্রকৌশল, ভয়ার্ত নিশীথের জীবনধারা-
বহুবার পূনর্জন্ম নিয়ে সন্ধান করেছি সূর্যোজ্জ্বল চারণভূমির স্নেহাতীত আদর।
তোমার উজ্জীবিতসত্ত্বার সম্মোহে আস্বাদিত হতে চাই-
স্নিগ্ধ নিঃশ্বাসের ধরিত্রী,
তুমি তো জানোই তোমার স্পর্শমায়ায় নিহিত সমস্ত মুক্তি।

সমস্ত অপশক্তির বিরুদ্ধে এক ভীষণ শক্তি

মৃত্তিকা ভেদ করে জেগে উঠছে- ‘বাংলাদেশ’