ফেরদৌস নাহারের ২টি কবিতা
ব্ল্যাক-আউট
পাতায় পাতায় ব্ল্যাক-আউটের ধ্বনি
সবুজদেশে অন্য উচ্চারণ
কার দেহ ভেঙে বেরিয়েছে নগ্ন কারিগর
মাঠের বাতাস খুব অচেনা অন্ধ সমার্থক
পাতায় পাতায় সবুজ মুছে, কালো দ্বিপ্রহর
দূরপাল্লার যাত্রাযানে রাতের আগন্তুক
ঘুমিয়ে পড়ার নামান্তরে উচ্চস্বরে চমকে দিলো
একশো হাজার মন!
এই মনের গড়ন অন্যরকম
আঁধার হলে বৃষ্টি যেমন তেপান্তরের মাঠে
হারিয়ে যাবার যন্ত্রণাতে হালকা-মৃদু কাঁপে
ঠিক সেরকম জলজ্যান্ত আগুন লাগা বুকে
পথে পথে দৌঁড়ে বেড়ায় চরম অভিঘাতে
মরুতীর্থ পথে
তার চেয়ে কিছুটা বড়ো থাকতে চেয়েছিলাম। প্রেমে
অসীমের গানে, উদাত্ত ক্ষমায়। আরাধ্য প্রেরণায়
যাবতীয় ধ্যানে, গোপন গভীরে
অন্য পরিক্রমায় সবকিছুতে সে-ই ক্রমে বড়ো হতে থাকে
ক্ষমা ও আনন্দে, হৃদয় ও প্রণয়ে তাকে ছাড়িয়ে যাবার
কোনো সাধ্যি রইল না আমার। অজানা বাতাসের দেশে
গল্প ও আখ্যানে সে যেন মরুচারী বেদুঈনের উদ যন্ত্রের
উদাস উড়াল। ঝরে পড়া আমারই বেদনা কুড়িয়ে নিয়ে
হয়ে ওঠে আমার সমান। তারপর ধীরে গভীর আয়োজনে
নিশর্ত আলিঙ্গনে, কণ্ঠলগ্ন মগ্নতায় ভেসে ভেসে আরো
দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে ওঠে
কিছুতেই পারি না তাকে পারুতে, শুধু বয়স বাড়তে থাকে
আজকাল শুনতে পাই, অপসৃত আলোর সন্ধানে সে নাকি
আমাকেই খুঁজছে মরুতীর্থ পথে
ব্ল্যাক-আউট
পাতায় পাতায় ব্ল্যাক-আউটের ধ্বনি
সবুজদেশে অন্য উচ্চারণ
কার দেহ ভেঙে বেরিয়েছে নগ্ন কারিগর
মাঠের বাতাস খুব অচেনা অন্ধ সমার্থক
পাতায় পাতায় সবুজ মুছে, কালো দ্বিপ্রহর
দূরপাল্লার যাত্রাযানে রাতের আগন্তুক
ঘুমিয়ে পড়ার নামান্তরে উচ্চস্বরে চমকে দিলো
একশো হাজার মন!
এই মনের গড়ন অন্যরকম
আঁধার হলে বৃষ্টি যেমন তেপান্তরের মাঠে
হারিয়ে যাবার যন্ত্রণাতে হালকা-মৃদু কাঁপে
ঠিক সেরকম জলজ্যান্ত আগুন লাগা বুকে
পথে পথে দৌঁড়ে বেড়ায় চরম অভিঘাতে
মরুতীর্থ পথে
তার চেয়ে কিছুটা বড়ো থাকতে চেয়েছিলাম। প্রেমে
অসীমের গানে, উদাত্ত ক্ষমায়। আরাধ্য প্রেরণায়
যাবতীয় ধ্যানে, গোপন গভীরে
অন্য পরিক্রমায় সবকিছুতে সে-ই ক্রমে বড়ো হতে থাকে
ক্ষমা ও আনন্দে, হৃদয় ও প্রণয়ে তাকে ছাড়িয়ে যাবার
কোনো সাধ্যি রইল না আমার। অজানা বাতাসের দেশে
গল্প ও আখ্যানে সে যেন মরুচারী বেদুঈনের উদ যন্ত্রের
উদাস উড়াল। ঝরে পড়া আমারই বেদনা কুড়িয়ে নিয়ে
হয়ে ওঠে আমার সমান। তারপর ধীরে গভীর আয়োজনে
নিশর্ত আলিঙ্গনে, কণ্ঠলগ্ন মগ্নতায় ভেসে ভেসে আরো
দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে ওঠে
কিছুতেই পারি না তাকে পারুতে, শুধু বয়স বাড়তে থাকে
আজকাল শুনতে পাই, অপসৃত আলোর সন্ধানে সে নাকি
আমাকেই খুঁজছে মরুতীর্থ পথে
অসামান্য কবিতা।
ReplyDelete