ভ্রান্তি
---------------
জয়ীতা ব্যানার্জী গোস্বামীর কবিতা :
---------------
জয়ীতা ব্যানার্জী গোস্বামীর কবিতা :
#১
নীল পাখি পুষেছে হৃদয় ।
দিনভর 'ঘুম নেই ঘুম নেই '- একটি সুরেই কথা বলা ।
দিনভর 'ঘুম নেই ঘুম নেই '- একটি সুরেই কথা বলা ।
নীলের কাছেও এত ঋণ !
আলো নেই ,রঙ নেই ...শুধু দুটো চোখের মতন কিছু
রাত জেগে থাকে পাহারায় ।
রাত জেগে থাকে পাহারায় ।
#২
ভাবি ভ্রম থেকে দূরে আছি
তখনই তোমার রুমাল খুঁজে পাই ...
ভাবি ভ্রম থেকে দূরে আছি
তখনই তোমার রুমাল খুঁজে পাই ...
এ ঘরে একটিই টেবিল -
কথা শোনে তোমার মতন করে ।
জানলায় রোদ এলে সরে আসে ছায়ার আদলে -
কথা শোনে তোমার মতন করে ।
জানলায় রোদ এলে সরে আসে ছায়ার আদলে -
ভাবি ভ্রম থেকে দূরে আছি
তখনই ছায়ার পা নড়ে ওঠে মেঝের উপর ।
তখনই ছায়ার পা নড়ে ওঠে মেঝের উপর ।
চিত্র ঋণ : বোরেড পান্ডা
No comments:
Post a Comment