Wednesday, January 31, 2018

দেবাশিস  বর্ধনের কবিতা :



সমুদ্র

সে আসবে না, জেনেও
তারই জন্যে পথ চেয়ে বসে
থাকতে থাকতে
কখন যে বারোটি বছর চলে গেল
মেগা সিরিয়ালের মত
তা, বুঝে উঠতে পারলাম আর কোথায়

তা বলে কি, অপেক্ষার অবসান !

না;না, সেইটি হওয়ার নয়
দ্বিগুণ ধৈর্য নিয়েই পথে থাকা

আসলে,
যে কোনো নদীর জল তো
শেষ পর্যন্ত সমুদ্রেই মিশে যায়...


'টান'


কোথাও ছিল একটা টান...
বাধা-ধরা নিয়মের বাইরে , রক্তের নয়...
হতে পারে,
অন্য কোনো জন্মের...
আকর্ষণের দিক থেকে মায়াবী...
পর বলব তাকে ?
এমন সাহস নেই... স্পর্ধা নেই...
চোখের জলও কথা শোনেনি, একান্তে...
অবহেলা ভরা দুপুরে... পোড়া রোদে...

বিশ্রাম চায় একলা মন ...বোধিসত্ত্বে...


No comments:

Post a Comment