নার্স
পঙ্কজ বণিক
........................
নার্সদেরও কখনও সখনও খারাপ হয় শরীর
জ্বর জ্বর ভাব সর্দি ঠাসা নাকে
রক্তচাপ মাপতে আসে খুব সকালে
রোগী ও নার্স দু'জনেরই ঠোঁটের থার্মোমিটার
সচল হয়ে উঠে মুহূর্তে।
নার্সদের কখনও সখনও বিষণ্ণ হয় মন
রোগীর বেড থেকে দূরে
বমন আবেগে ঘিরে থাকে ঠান্ডা
হাসপাতাল জুড়ে তাপনিয়ন্ত্রকের কুয়াশা
জ্বর জ্বর বিষণ্ণতা।
১১.১২.২০১৭
শুশ্রূষা
আধা চাঁদের জ্যোৎস্নায়
পুরো জানালায় যেন ক্ষতস্থান
আমি চেয়েছিলাম ঠিক তখুনি
ও-পারে আধ ভেজা এক জানালার কাঠ
পঙ্কজ বণিক
........................
নার্সদেরও কখনও সখনও খারাপ হয় শরীর
জ্বর জ্বর ভাব সর্দি ঠাসা নাকে
রক্তচাপ মাপতে আসে খুব সকালে
রোগী ও নার্স দু'জনেরই ঠোঁটের থার্মোমিটার
সচল হয়ে উঠে মুহূর্তে।
নার্সদের কখনও সখনও বিষণ্ণ হয় মন
রোগীর বেড থেকে দূরে
বমন আবেগে ঘিরে থাকে ঠান্ডা
হাসপাতাল জুড়ে তাপনিয়ন্ত্রকের কুয়াশা
জ্বর জ্বর বিষণ্ণতা।
১১.১২.২০১৭
আধা চাঁদের জ্যোৎস্নায়
পুরো জানালায় যেন ক্ষতস্থান
আমি চেয়েছিলাম ঠিক তখুনি
ও-পারে আধ ভেজা এক জানালার কাঠ
No comments:
Post a Comment