Monday, January 29, 2018

।। সার্কাস ।।

সুমন পাটারী

সার্কাস চলছে, আমি একা দেখতে এসেছি,
রিং মাস্টার কথা বলে না, বাঁশি বাজায়,
বাঁশি তার অনেকটা সাইরেনের মতো,
প্রাণীরা যেন দাদনতলে কেউ,
পেতেই হবে, যেতেই হবে,
এই এক আদিম ফর্মূলা নিয়ে কিছু হিপ্নোটেক্স গাছ
নদীকে ছায়া দিচ্ছে। আরেকদল ঘোড়া,
এলো মেঘনাদের মতো উচ্চলম্ফনে,
হুঙ্কারে, তাদের পায়ে স্প্রিং লাগানো,
একটি সজলা নদী চলে গেছে পাতালে
শেয়াল ফুলে গরু হয়ে গেছে,
একটি কালো খাটাশ মুখে করে নিয়ে এলো অরাজক ঝড়
এক বিধবা রমণী নিঃশ্বাসে নিয়ে এলো করুণামাখা ছুরি
একটি যুবক চোখে করে নিয়ে এলো কাঠবিপ্লব
একটি যুবতীর আলতা পায় রক্তের আলপনা
একটি আবাল ষাঁড় নিয়ে এলো কবিতার অপমান
একটি জোঁক হয়ে গেলো পেশাদার ভাঁড়
সে গায় সারাদিন রবীন্দ্রনাথ আর নজরুলের গান
গানে গানে খালি হচ্ছে চেয়ার,
চেয়ারে একে একে এসে বসছে সভ্যতার অপরাধ
সত্যদ্রষ্টার আত্মহত্যা, অদৃশ্য শিকলে বাঁধা হাত
পক্ষপাতিত্ব, দালালীর আরোপ, ঈশ্বরের উপহাস।

.........

।। ভ্রূণ ।।



কালরাতে উপজাতি বালিকা এসে শুয়েছিলো বুকের উপর,
খোলা শরীরে তাঁর পাহাড়ি কুয়াশার ঘর,

নদীর বুকের মতো নিঃশ্বাস
দু'দিকেই ভাঙন,

শুয়ে শুয়ে কেঁদেছে সে
আমাকে জড়িয়ে রেখেছে সারারাত,
প্রহর গুনে গুনে ডুবে গেছে তারা
মরে গেছে আমাদের ভ্রূণ আমাদের ভিতর।
চিত্র ঋণ : ইয়েভজেনি

No comments:

Post a Comment