Monday, January 29, 2018

মনীষা -৩৪

শতদল আচার্য 

"অনেক দিন থেকে তোমার কাছে যাওয়া আসা বন্ধ ,
তুমি আট বার ফোন করেছ , এই মধ্যরাতে
একবার ও ইচ্ছা হয় নি বলতে "হ্যালো মনীষা "
ভাল আছি ,তুমি কেমন ...
কেন জানি না
পরস্পর একটা স্বপ্ন এর বেড়া তুলে দিলে
কেন যে একটা ভয় দিয়ে মন টা ঘিরে আছে
জানি ভাউবে কোন মধ্যরাতে ই সব ।
স্বাধীনতা -ভালবাসা সব তো আসে মধ্যরাতে ।



মনীষা -৪১



ঘুমিয়ে আছে অন্ধকারে
আলোর এক রেখা ছূয়লেই,ঘুম ভাঊবে তার
নিজস্ব মুদ্রায়
ঘুমালে -নিজের স্বপ্ন তাড়া করে

কেঊ ঘূমালে বলি না ঊঠে এসো
নিজের মতো করে তাকালে ই
সব দ্যাখা যায় ।
চিত্র ঋণ : সালভাদর ডালি 

No comments:

Post a Comment