দুটি কবিতা♦ সমীরণ ঘোষ
অপেক্ষা♦
বরফ-শূন্য থেকে আমাদের চূর্ণভাঙা স্লেজ
কবে যে ফিরবে, বলো বলো
আমাদের তুষারদগ্ধ স্লেজ আদৌ ফিরবে
একবার বলো
মেরু-হায়নার হাসি হিমানীজমাট,ক্লান্তিকর শুধুই
ঝরছে। প্রেতগাছ শিস দিচ্ছে ঘুমস্তব্ধ তীব্র ইশারায়
আর কোনো সম্ভাবনার রেখা তুমি কি দেখছ মেরুগ্রামে
আমাদের স্মৃতিভ্রষ্ট স্লেজ উষ্ণগরম পায়ে
ফিরবে কি লুপ্ত নিশানায়
বাজনা♦
স্পষ্ট একটা আলো এসে পড়ল। আদৌ স্পষ্ট!
চোখ ফেটে বেরিয়ে আসছে তারা।আদৌ বেরিয়ে!
ঘটনা ঠেলছে আর দুরে যাচ্ছে সম্পর্কের রেখা
আমরা পালঙ্কে দুই বেড়াল-বেড়ালি
ছিন্ন আঙুলরাশি ছুঁয়ে ছুঁয়ে পিয়ানো বাজাচ্ছি
পিয়ানো বাজছে! চুয়ে আসা লহু কি বাজছে না!
No comments:
Post a Comment