Tuesday, January 30, 2018

বাংলাদেশের কবিতা : মেঘ অদিতি



মেঘ অদিতি
সাপলুডো


সমস্ত প্রহারের শেষ এই চিহ্নবিজ্ঞান
বিনিময়ে নির্মাণ চাও..
বিন্দু ছেড়ে যাও কেন বর্গের কাছে
রহস্য ভালবাসো?
ভ্রমরঅপেক্ষা আমার..
আয়না থেকে অবাক নির্জনে..
অমন ধাতবমুখ! দেরি হলো খুব?
খুঁজছো অচেনা নদী, পালকের ভাষা
নেমে যাচ্ছো খাদের উপসংহারে
অমরত্বের খোঁজে..
আড়াল রাখিনি তো কোনো, এস সাপলুডো খেলি
অরণ্য জাগলেই বুনে দেবো জলের বাগান

ঝাঁপতাল


যৌথ চাদরের ঢাল
ওখানে মুখ রেখেছে
চৌকো আলোয় মাতরিয়শকা
এক, দুই, তিন.. অসংখ্য টুকরো কাচ
তুলে নিতে ভাবি
তুমি যদি বলো নিরাময়ের কথা
আমি কিন্তু ইশারা করছি অসুখহীনতার দিকে
শতাধিক ক্ষত নিয়ে সতর্কতায়
অদৃশ্যে বিভক্ত হতে হতে ভাবছি
এবার শিখে নেবো ঝাঁপতাল

একটা সেতু অন্তত জেগে থাক
এই মধ্যরাতে..

No comments:

Post a Comment