। রঙ্গন রায় ।
উপহার
নারিকেল পাতা চুইয়ে জল যেভাবে সূর্যের কাছাকাছি অনেক কিছু পেয়ে গেছো তুমি
তোষক ভাঙার দিন
এভাবে নরম হয়না। তারার দিকে আকাশপ্রদীপ দুর্নিবার আত্মা খুলে রেখে গেছো মিলনের কাছে কি চমৎকার দেওয়াল ফার্ণ বুকে পিঠে গজিয়ে উঠেছে শক্ত হয়ে ,
দস্তানা রোদে টাঙিয়ে তুলো তুলো আকাশ বাবার সাথে বদল হচ্ছে
মুখোশ নয়
ছবির আড়াল বরাবর পুরনো রঙ - জৌলুস। আরোও কিছুটা আমলকি সরনী , কুটুমকাটাম পড়ে আছে যেখানে সেখানে কোথাও ঈশ্বর নিজেই মুখোশ বানাচ্ছেন দৃশ্য যাপনের প্রতিটি ছত্রে তোমার হাতমোজার আঙুল , অজস্র রং নেমে আসছে -
মার্চ
হ্যাঙ্গারে ঝোলানো সোয়েটারটা রোদে দেওয়া ওটি এখন সিন্দুকে প্রবেশের জন্য প্রস্তুত; যেভাবে মার্চ কেড়ে নিয়েছে জানুয়ারীর অহংকার বাবার গায়ে ঝোলানো পাতলা শার্টটাও ,
হ্যাঙ্গারে ঝোলানো সোয়েটারটা দেখে আমাকে মনে পড়ছে - আমি কেমন ১৭ থেকে ১৮য় চলে এলাম এই মার্চে
উপহার
নারিকেল পাতা চুইয়ে জল যেভাবে সূর্যের কাছাকাছি অনেক কিছু পেয়ে গেছো তুমি
তোষক ভাঙার দিন
এভাবে নরম হয়না। তারার দিকে আকাশপ্রদীপ দুর্নিবার আত্মা খুলে রেখে গেছো মিলনের কাছে কি চমৎকার দেওয়াল ফার্ণ বুকে পিঠে গজিয়ে উঠেছে শক্ত হয়ে ,
দস্তানা রোদে টাঙিয়ে তুলো তুলো আকাশ বাবার সাথে বদল হচ্ছে
মুখোশ নয়
ছবির আড়াল বরাবর পুরনো রঙ - জৌলুস। আরোও কিছুটা আমলকি সরনী , কুটুমকাটাম পড়ে আছে যেখানে সেখানে কোথাও ঈশ্বর নিজেই মুখোশ বানাচ্ছেন দৃশ্য যাপনের প্রতিটি ছত্রে তোমার হাতমোজার আঙুল , অজস্র রং নেমে আসছে -
মার্চ
হ্যাঙ্গারে ঝোলানো সোয়েটারটা রোদে দেওয়া ওটি এখন সিন্দুকে প্রবেশের জন্য প্রস্তুত; যেভাবে মার্চ কেড়ে নিয়েছে জানুয়ারীর অহংকার বাবার গায়ে ঝোলানো পাতলা শার্টটাও ,
হ্যাঙ্গারে ঝোলানো সোয়েটারটা দেখে আমাকে মনে পড়ছে - আমি কেমন ১৭ থেকে ১৮য় চলে এলাম এই মার্চে
No comments:
Post a Comment