Tuesday, January 30, 2018


বেনী নিবাস / যাদব দত্ত ‌

কোদালে ধার দিয়ে যাওয়া চাঁদ
বয়সের পকেটে স্রোত বাজাবে
উমা পাহাড় আর বিরামে ফিরবে না
দুবেনীতে জমা পড়েছে গঙ্গার বর্ণনা
রুজ গোনার আগে
তবু সন্ধ্যা মুছে রাখছি ।
###
আজ চুপ ধরে নামছে বালিহাঁস
তার কাপ মাসল্ খুলে
কে গান বাজাবে
তানপুরার স‌ঙ্সারে
শ্রাবণ গুনে নেবে ভ্রু
গোলাপী ছাদের অর্জুন শীত
ঘুড়ি সুতো-খিলানে আম্রপালি
হাতেনাতে দাঁড়াও
চমকে ওঠা ধানগাছের আগে
যত্ন ভিন্নমুখী জল বুনো

চিত্র ঋণ : ইন্টারনেট 

No comments:

Post a Comment