Wednesday, January 31, 2018

কবিতা বিভাগ ২ : রাজর্ষি চট্টোপাধ্যায়ের কবিতা 



আমি আর কোথাও ফিরবো না
এমন কি সেই হলুদ বাঁটওলা ছুরিটার কাছে
কত সহজেই না সে আপেলকে তুলে দিতো
শীতঘুম থেকে
আমি দেখতাম ঘেমে নেয়ে যাচ্ছে
আর কমলা রেকাবী ভরে উঠছে কোয়ায় কোয়ায়
এরকমই সকাল হতো আমাদের
দুধ উথলোনো
ময়লা নিতে আসা ছেলেটার গোলাপি দস্তানা
তার কাছেও আর ফিরবো না কখনো
দুপুরকে বিকেল দিয়ে গুণ দেবো
সন্ধ্যেকে রাত্রি দিয়ে ভাগ
সারাদিনের উচ্ছিষ্ট জড়ো করে দাঁড়িয়ে আছে
যে নীল বিনব্যাগ
তার কাছেও ফিরবো না
আমি তো শহরের ঢের দূরে গেছি
যতদূর প্রকৃত জঙ্গল
তার হাতা থেকে টিয়াকন্ঠী ডাক
যেখানে মৃদু এক লাল রেখা
সেখানেও না
আমার কোথাও ফেরার নেই
শুধু নিজের ভেতরে নিচু হয়ে

নেমে যাওয়া ছাড়া আজ
চিত্র ঋণ : Victor Bregeda

No comments:

Post a Comment