ম্যাথমাটিক্স
----------------
কমলিকা মজুমদার
১/
এ মুহূর্তে উপস্থিত তিনজন
কম্পাস সহযোগে এঁকেছিল
আমায় ঘিরে নির্ভুল আর্ক
পৃথক দ্রাঘিমাংশ কারসাজিতে
বৃত্তটা রয়ে গেল অসম্পূর্ণ।
২/ রাইট এঙ্গেলের দু বাহু
তোমার আমার মতো
কখনোই একসাথে
রাইট হতে পারলো না।
৩/ যাপনরণে লড়তে লড়তে
আলফা বিটার মতো
মাঝে মাঝেই নিজেকে
বড় সাংকেতিক মনে হয়
যে যা অস্তিত্ব কষছে
সেটাই বলছি সঠিক।
৪/এসো নতুন অঙ্ক কষি
রোজের সাপলুডোয় নয়
জীবন থেকে উঠিয়ে আনি
এক খানা ঝকঝকে 'এ ফোর'
সূত্রগুলো তোমার মনে আছে তো?
----------------
কমলিকা মজুমদার
১/
এ মুহূর্তে উপস্থিত তিনজন
কম্পাস সহযোগে এঁকেছিল
আমায় ঘিরে নির্ভুল আর্ক
পৃথক দ্রাঘিমাংশ কারসাজিতে
বৃত্তটা রয়ে গেল অসম্পূর্ণ।
২/ রাইট এঙ্গেলের দু বাহু
তোমার আমার মতো
কখনোই একসাথে
রাইট হতে পারলো না।
৩/ যাপনরণে লড়তে লড়তে
আলফা বিটার মতো
মাঝে মাঝেই নিজেকে
বড় সাংকেতিক মনে হয়
যে যা অস্তিত্ব কষছে
সেটাই বলছি সঠিক।
৪/এসো নতুন অঙ্ক কষি
রোজের সাপলুডোয় নয়
জীবন থেকে উঠিয়ে আনি
এক খানা ঝকঝকে 'এ ফোর'
সূত্রগুলো তোমার মনে আছে তো?
No comments:
Post a Comment