Monday, January 29, 2018

পালাবদল 

রাজীব মজুমদার

দর্শকের সাথে এদের পাশে ঘুমিয়ে আছি,
আপনি আছেন আমি আছি আর সঙ্গে আমাদের উত্তেজনা l
আপনার দ্বিধা আমরা কি নেশাগ্রস্থ !
আসলে ঘুমের মধ্যেই আমরা বেশি উত্তেজনা ফিল করি -
সুখকর মনে হতে পারে বেআব্রু নাচানাচি l

ফলতঃ আপনার কাছে দু'হাত ভর্তি পক্ষপাতিত্ব
আমার কাছে অনুভূতিহীন ঝিঁঝিঁ কবিতা l
আলো জ্বলে ওঠে,
আমরা একে অপরের সুড়সুড়িতে চৈতন্য সাজি l

দেখুন কি আশ্চর্য্য ব্যাপার !
স্নানের আগে আমাদের মনুষ্যত্ব উঁচু হয়ে ওঠে,
আমরা উভয়ই গদ্যের ছলে স্বতন্ত্র মঞ্চ খুঁজি l



চোরাস্রোত



[১]

কাহিনীজুড়ে শুধু গন্তব্য ডোবার শব্দ, অপারগ রঙেরা
ঘেমে আছে নির্গত ফেনার আড়ালে l

[২]

উপুড় হয়ে ভেসে যাওয়া নৌকোটি চুপচাপ l নিচে
মাছেরা জানে অনুসন্ধান মানে বেগবান ঝুঁকি l

[৩]

বাঁকে জল্পনা আটকে নেই, বেআব্রু সেতুর চোখগুলি l
স্রোত কেবল ভেসে যায় না সোজাপথে, সোজাসুজি l


চিত্র ঋণ : ইন্টারনেট 

No comments:

Post a Comment