Tuesday, January 30, 2018


প্রদীপ চক্রবর্তীর কবিতা


ঘূর্ণিজল / প্রদীপ চক্রবর্তী 

এক/
পণ্যবদল দৃশ্য কত
তবু তুমি পাখি দেখলে শম্ভুনাথ ?

দেখলে রহস্য এক দৃশ্য জাল
ক্ষত - প্রতিহত ভাষায় আনন্দিত কুয়াশায় আকাশ ভ্রমণ
শরীরের কারিগরিতে করা জলের কোয়া ভেঙে চলকে ওঠা ,
কমলা রোদের শিবির নির্মাণ ...

এই আছি , এই নেই অনাহূত আটপহরের রাস্তায়
একটি নয়নসুখ মৃত্যু দৃশ্য উপমেয় হলো ...

অন্তর্ঘাতে যথাযথ পৃথিবীর ভরকেন্দ্রের সুগভীর শ্বাসকষ্ট হয়
সেই ধ্বনির শিকারি বাহিনী আপ্রাণ মুছে ফেলতে চায়
পাহাড় স্যিলুয়েটের ন্যুড ক্যানভাস
চোখের দেখায় গাছ ঝুঁকে পড়ে আরও

এখানেই ছুটির ঘন্টা বেজেছে বন পলাশের জঙ্গলে ...
রঙের অন্তরঙ্গ সমাহিতি | বিন্দু নাদ |
ঈষৎ জঙ্গি ...
মনকে সামর্থ্য দেয় গোধূলি নামক হরেক জিনিশ
ভ্রমণ শেষ হয় না | বেহিসাবী টুটাফুটা শব্দ শীকর |
একঝাঁক কলহাস নুড়ির মতো বাজতে বাজতে
খাদে - খোঁদলে গড়িয়ে যায় ...

দুই /
অন্ধকার এলোপাথাড়ি | নদী অদম্য বাজিকর |
শব্দ চেরাই ঘরে পরিযায়ী এই রঙ, অঘ্রানের |
হাঁটি | দেখি | ভাবি | খুঁজি | অজানা ফাঁদের খোঁজে খোঁজে ...
ব্যবহারিক ছায়ার সাথে শব্দ নেই |
আধিয়ারে ভাঙলো শিশির |
হাঁটি | দেখি | শিস দিয়ে বাজাই এই সব
                                     পাহাড়ি  হাওয়া ...


No comments:

Post a Comment