Wednesday, January 31, 2018

|| বদল ||
অভিশ্রুতি রায় 


জলের বদল হচ্ছে

আরও গভীর নলকূপ বেয়ে ধোঁয়া রং

সুতো  থেকে চূড়ান্ত ধার জুড়ে পারাপারের শব্দ

এভাবে হেঁটে আসলে নৈঃশব্দ্য পড়তে হয়

বরফ বরফ সাদা সাদা অশ্লীল

দৃষ্টিপাত আর রাসায়নিক গলন

ব্যক্তিগত খেলাবোধ...

বদলে যাচ্ছে সতর্ক

আরও নগ্ন জোয়ার বারি...
চিত্র ঋণ : Connie Valasco

No comments:

Post a Comment