Monday, January 29, 2018

নিষিদ্ধ রাতের কোরাস ১৯

চিত্তরঞ্জন দেবনাথ

কমলা দেখলেই মনে পড়ে তোমার প্রিয় ঋতু শীত
আর কুয়াশা একটা রাত্রি কালীন প্রদাহ

তুমি নুইয়ে থাকলে জম্পুই দেখা যায় না
 অথবা তুমি প্রয়োজনের চেয়ে  স্পষ্ট

যারা খেজুর গাছে হাঁড়ি বসায় রোজ
ওদের ঘুমন্ত বুকে হাঁটে শহরের ল্যাম্পপোস্ট
শুকতারার হাইতোলা আকাশ

আমি পাহাড়ি রাস্তার কাছে শিখি
ধ্বস নামলে পাশ ফিরে শোবার কৌশল



নিষিদ্ধ রাতের কোরাস ২০



ভেঙে যাওয়া রাষ্ট্র আমার কাছেই সাহায্য ভিক্ষা চায়
কিছু জনজাতি ছুটে আসে পুনর্বাসন চেয়ে
তখন অনুর্বর জমি নিয়ে ভীষণ ভাবি

বারুদ মালির কোন কাজেই আসেনা বলে
সব ঘৃণা বাগানে পুঁতে ঘ্রাণ লেপ্টে দিয়েছি

যাবতীয় অস্থিরতা সাময়িক ব্যামো
তাই, তোমার কোলে আবার মাথা রাখি....

এটা শীতের রাত, যে পাখিটার ওমে
সব দাবিদাওয়া শুয়ে থাকে আমার ভেতরের মানচিত্রে
ওর ঠোঁটে একটা সম্মোহনী আদরের আড়ত

No comments:

Post a Comment