চিত্রার কবিতা :
'জাফরানি'
__________
হঠাৎ করেই পথের বাঁকে, পরিচিত মুখ, ক্লান্তির
আমরা যারা ভুল করে দিক, ছুটে যাই রংরুটে-
এখনো চাইছি তপ্ত বুকে খুঁজে নিতে কিছু শান্তি,
ফুরিয়ে যাচ্ছি, দিন এক্কে দিন, জীবনচুরুটে।
বদ্ধকেবিন, হ্যাজাক বাতি, সান্ধ্যআলাপ, লিমেরিক।
এটুকুই তো, আর কিছুনা। কিন্তু জখম নীলিমাতে-
ধ্রুব নামের অন্য তারা, যখন তোমায় চেনাবে দিক-
একটা উল্কা পুড়বে কেমন, দেখবে না কেউ, জোৎস্না রাতে।
দাঁড়িয়ে দেখছি উদাসীন চোখে, রক্তস্নাত ভোর;
এভাবেই ঠিক জাহ্নবী তীরে পুড়তে দেখেছি মন
তখন তো আর ছিলো না কেউ। কেবল আমার জোর...
একটা মৃত্যু পৃথিবীরও হোক। ভীষন চাইছি এখন।
তার চেয়ে বরং অন্ত দেখি, কেমন করে বৃদ্ধ মাছের-
বিঁধছে তীর চোখের ভিতর, যন্ত্রণা সয়ে রয়েছে বাঁদিক;
আজকে যে অনেকটা দূর, ঝাপসা হওয়া চসমাকাঁচে-
কাল সে হয়তো পাশেই শোবে। বুঁজবে চোখ...চিরসমাধি।
'জাফরানি'
__________
হঠাৎ করেই পথের বাঁকে, পরিচিত মুখ, ক্লান্তির
আমরা যারা ভুল করে দিক, ছুটে যাই রংরুটে-
এখনো চাইছি তপ্ত বুকে খুঁজে নিতে কিছু শান্তি,
ফুরিয়ে যাচ্ছি, দিন এক্কে দিন, জীবনচুরুটে।
বদ্ধকেবিন, হ্যাজাক বাতি, সান্ধ্যআলাপ, লিমেরিক।
এটুকুই তো, আর কিছুনা। কিন্তু জখম নীলিমাতে-
ধ্রুব নামের অন্য তারা, যখন তোমায় চেনাবে দিক-
একটা উল্কা পুড়বে কেমন, দেখবে না কেউ, জোৎস্না রাতে।
দাঁড়িয়ে দেখছি উদাসীন চোখে, রক্তস্নাত ভোর;
এভাবেই ঠিক জাহ্নবী তীরে পুড়তে দেখেছি মন
তখন তো আর ছিলো না কেউ। কেবল আমার জোর...
একটা মৃত্যু পৃথিবীরও হোক। ভীষন চাইছি এখন।
তার চেয়ে বরং অন্ত দেখি, কেমন করে বৃদ্ধ মাছের-
বিঁধছে তীর চোখের ভিতর, যন্ত্রণা সয়ে রয়েছে বাঁদিক;
আজকে যে অনেকটা দূর, ঝাপসা হওয়া চসমাকাঁচে-
কাল সে হয়তো পাশেই শোবে। বুঁজবে চোখ...চিরসমাধি।
No comments:
Post a Comment