Tuesday, January 30, 2018


হেমন্তের পাণ্ডুলিপি থেকে-
কোজাগরী


সমস্ত নীল গুলো সমুদ্রের কাছে জমা রেখে
 ফোটাবো  হাসনুহানা বিকেল.
ঘোড়সওয়ার দিয়ে যাবে সবুজ সবুজ স্বপ্ন!

নোনাজল,  শ্যাওলার গন্ধ, চিকচিক বালি
এক ঝিনুক রহস্য বিকেল......


২)

হেমন্তের পাণ্ডুলিপি থেকে-
কোজাগরী


শীতকালীন মৌনতা সরে গেলে
কোকিল ডেকে যাবে বসন্তের বাগানে..
ডুব সাঁতার !
রাজহাঁস খুঁজে নেবে ঐতিহাসিক সকাল

ঝিলিমিলি রোদে চুল এলিয়ে খুঁজে নেবো
বেঁচে থাকার মানে

টুংটাং টুংটাং বাজবে জল তরঙ্গ...


No comments:

Post a Comment