ধর্মের গান -১
রাজেশ চন্দ্র দেবনাথ
প্রভাতের যিশু পুড়িয়ে এলো
রাষ্ট্রের ধর্মের গান
রাজা আজো জাতপাতের চিতায়
খুঁজে রামের বাণ।
পোনাকবি
ধর্মের কবরে চাপা গণতন্ত্রের অস্থি
পাড়ায় পাড়ায় বর্ণ বাউল
প্রতিটা ধর্ষণের শেষে মুখে গুঁজে দেয়
সাংবিধানিক মন্ত্র।
লাউডগা আতুর মাছে ঘষতে ঘষতে পোনাকবি
জ্যোৎস্না গন্ধে খুঁজে নেয় অলৌকিক বীর্য।
ভোটবাক্সে ঠাসা নিষিদ্ধ মাংসে
রংচটা কায়দায় রাস্তার মোড়ল
ভুল প্রুফে কাটছে নাগরিকত্ব।
জন্মের ডিএনএ কিংবা দৃশ্যক্ষতে
বালিকা তার মাংস পোড়ায়
একমুঠো পান্তাভাতের উল্লাসে
চিত্র ঋণ : Ang Kiukok
রাজেশ চন্দ্র দেবনাথ
প্রভাতের যিশু পুড়িয়ে এলো
রাষ্ট্রের ধর্মের গান
রাজা আজো জাতপাতের চিতায়
খুঁজে রামের বাণ।
পোনাকবি
ধর্মের কবরে চাপা গণতন্ত্রের অস্থি
পাড়ায় পাড়ায় বর্ণ বাউল
প্রতিটা ধর্ষণের শেষে মুখে গুঁজে দেয়
সাংবিধানিক মন্ত্র।
লাউডগা আতুর মাছে ঘষতে ঘষতে পোনাকবি
জ্যোৎস্না গন্ধে খুঁজে নেয় অলৌকিক বীর্য।
ভোটবাক্সে ঠাসা নিষিদ্ধ মাংসে
রংচটা কায়দায় রাস্তার মোড়ল
ভুল প্রুফে কাটছে নাগরিকত্ব।
জন্মের ডিএনএ কিংবা দৃশ্যক্ষতে
বালিকা তার মাংস পোড়ায়
একমুঠো পান্তাভাতের উল্লাসে
চিত্র ঋণ : Ang Kiukok
No comments:
Post a Comment