Tuesday, January 30, 2018


বাংলাদেশের  কবিতা : 

কবিতা একটি প্রবাহমান ধারা । দেশ কালের বেড়াজালে তাকে আটকে রাখা যায়না । তাই কাঁটাতারে ভাষা বদলায় না । তবে কবিতার ক্ষেত্রভূমি অনুযায়ী লেখার আঙ্গিক ও ভাবও বদলে যায় । অনেক অনুরোধে ওপার বাংলার যেসব কবিরা লেখা দিলেন তাদের ধন্যবাদ । ফারহানা রহমানকে অনেক ধন্যবাদ । লেখা সংগ্রহে সাহায্য করার জন্য ।




অপরাহ্ণ সুসমিতোর কবিতা 







No comments:

Post a Comment