Wednesday, January 31, 2018


অপেক্ষা
"""""""""""""""""
বিকাশ সাহা
""""""""""""""""""""
শুষ্ক নদীখাত ধরে প্রবাহমান অদৃশ্য এক স্রোত,
হৃদয়ের পুঞ্জীভূত কষ্টেরা সব বয়ে চলেছে সেই প্রবাহে।
হৃদয়কে নিষ্পেষিত করে নিংড়ে বের করে নিচ্ছে,
তার অন্তিম নির্যাস টুকু।
ব্যবহৃত বুলেটের খোলের মতো,
ভূপতিত হৃদয়ের অন্তিম ধ্বংসাবশেষ।
মনের সুপ্ত ইচ্ছে গুলো আজ,
মাথা তুলে দাঁড়ানোর শক্তি হারিয়ে,
বড়ই অসহায়।
জীবনরূপী অট্টালিকার প্রতিটি ইটের মধ্যেকার
পলেস্তারা খুলে পড়ছে প্রতিনিয়ত।
ঘুনধরা সমাজের রক্তচক্ষুগুলি যেন,
সর্বদাই যেন কষ্টের অনুঘটক।
দূষিত মানসিকতার এই সমাজ ব্যবস্থায়,
অঙ্কুরে বিনষ্ট আজ বহু প্রাণ।
স্ফটিকের  ন্যায় একপশলা বৃষ্টি,
একরাশ বিশুদ্ধ বাতাস,
আর কিছু বিশুদ্ধ মানসিকতার হৃদয়ের অপেক্ষায়,
আজকের সদ্যজাতটি।।।


No comments:

Post a Comment