Monday, January 29, 2018

প্রতীক্ষা 
অভিজিৎ চক্রবর্তী 

এখান যেখানে বসা মাথার উপর গাছ
এখান যেখানে বসা পাশের লোকটি কবি
এখান যেখানে বসা দু'ধারে  ছুটন্ত ঘোড়া
ঘোড়াদের কথা জানা আমার কথা জানিনা

বসারও থাকে মাটি খুঁড়লেই জল
এখান যেখানে বসা মাথার উপর চাঁদ
চাঁদের আলোয় পথ শুনশান ভয় জাগা
ভয়ের কথাটি জানি আমার কথাটি জানিনা

কবি কথা বলে , লোক আসে যায় , কবি
পাখি ডাকে , হাসে গাছ হাসে ঘোড়া জোছনায়
কবি ব্যাথা বোঝে সকলের আমার জানে না
কবে , কবে কবি আমারও বিরহ জেনে যাবে !

ডিভাইডার

ডিভাইডারে দু 'পাশে  দু'জন
মাঝে ঠেলাঠেলি অবিরল গাড়ি
লাল নীল আলো চাঁদ আর মেঘে
কথা বলা কথা রাখা , ফের চুপ

স্মৃতির ধুলোয় সন্ধ্যা রাতের
ঘোড়া ডাকে যেন অনেক পুরনো
রাস্তার শেষে সেই কালো গলি
যেখানে এখনো মেঘেদের ভিড়

মধ্যে ঋতুর আসা যাওয়া
একটি পাতার ঝাঁপ দিয়ে পড়া
এই বিচ্ছেদ বিবাহকালীন , বিরহের পর
ডিভাইডারে দু 'পাশে  দু'জন
হাতে ঝরাপাতা চোখে কালো গলি



No comments:

Post a Comment