Wednesday, January 31, 2018

কবিতা বিভাগ ১: 
বিদায়ে
রৈবতী বন্দ্যোপাধ্যায় (চক্রবর্ত্তী)


তোমার গতিপথে অনেক স্বপ্নভঙ্গের ইতিহাস,
শান্ত পায়ে বিদায় নিলে তুমি।
কিছু মৃত্যু মিছিলের সাক্ষী হয়ে,
অনেক নারীর অসম্মানের ঘটনা প্রবাহে-
জ্বলন্ত পাথরে ঝলসানো কোনো কোনো নারীর চোখের জলে , কেঁপে উঠেছিল তোমার নৈ:শব্দ্য ।
তাও আবার এগিয়ে যাওয়া জীবনের পথে ,
নতুন আশায় ,আঠারোর হাত ধরে উৎসবের রাতে রঙ বদলাবে বলে।
চিত্র ঋণ :
Joseph Mallord William Turner

No comments:

Post a Comment