Monday, January 29, 2018

সন্ধ্যার উড়াল 
-----------------

অমলকান্তি চন্দ 

সোনালী রেখায় সন্ধ্যার চিবর
দক্ষিণমুখী বসা যে ভান্তে স্তোত্র পাঠে মগ্ন
মাটির স্যাঁতস্যাঁতে ঘরে পিচ্ছিল শামুক পা
ধীরে ধীরে মন্ত্রের গা জড়িয়ে ভীড় করে গম্বুজে।

সারি সারি মোমবাতিগুলো বটের ছায়ায়
সাদা সুতোতে প্যাচানো মঙ্গল ঘট
আম পল্লবের কোলে নারিকেল মুণ্ডু উঁকি দিলে
ঘরে ঘরে মাঙ্গলিক ক্রিয়া
সন্ধ্যার উড়ালে আকাশে মিলিয়ে গেল এক অলৌকিক পাখী যুগ।


মায়াবী রাতের পাশে 
---------------------------


দুটো হাত বাড়িয়ে দিলে এবেলা
গোপন ইশারায় ডাকলে
কাছে যেতেই ফণায় তুলে নিলে খণ্ড মেঘ…

সাদা বরফকুচিতে সকালের রোদ মেখে
গির্জার ক্রসে  ওড়না জড়ালে আকাশে ….

সবুজ ঠোঁটগুলো গাছেদের  ভীড়ে বেটলিং মায়া
বার বার ছুটে যাই কমলা বুকের ভেতর
অদ্ভুত মায়াবী রাতের পাশে …...

No comments:

Post a Comment