Monday, January 29, 2018

স্পর্শসুখের নিরালায়

- অধিষ্ঠিতা শর্মা

একটু নীল ছুঁয়ে দাও আমায়
বিবাগী মন সহস্রবার ফিরে আসুক
অন্তহীন হৃদয় ঠিকানায়...
 ছুঁয়ে যাও বুকের শেষ পরতটুকুও
 স্পর্শের মাদকতায় মৃদু আলোয়
 তোমার ভালবাসার নির্যাস
আমার হৃদয়ের উষ্ণীষে...আড়ালে...


মরণশীলতার অমরত্ব


ঋতুর পর ঋতু যাবে
রঙ বদলানো মেঘগুলোও পালাবে একদিন।
নিজেকে চরমভাবে পাবার পরও চরমভাবে হারিয়ে ফেলবো জানি।
 অন্তর্দীপ্ত আত্ম-অনুসন্ধানও যাবে থেমে
অসাড় টুকরো হওয়া যত আমিত্ব
হয়ত আর একজোট হবেনা কখনো,
শুধু কালস্রোতের বিস্তীর্ণ পড়ন্ত বেলায়
আমার সত্ত্বাটুকু দেখতে পাব
জীবনপথে ও মৃত্যুরেখার চরম মিলনায়তনে-
 যা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে
বিন্দু বিন্দু কবিতার মত।
চিত্র ঋণ : ইন্টারনেট 

No comments:

Post a Comment