Wednesday, January 31, 2018

অনুভব অর্ক -এর  কবিতা ও ফটোগ্রাফি :

শিকার

ঘাসভুমির ছবিটা-- গোলকধাঁধা
লুকোনো অনেক
দেখা না দেখা ফাঁকে বাবুই পাখির গান
ভরিয়ে দেয় সেই ফাঁকগুলিকেই
মাঝখানে সরু পথ,  পাশে জলা।
বকটি দাঁড়িয়ে--- যেন অপেক্ষায়।
কখন সেই পথ মারিয়ে আসবে আমার
হান্টিং বুট--- সে উড়বে,
ধরা দিয়ে যাবে,
আমার ক্যামেরার ক্লিক শব্দে

নীলাভসুন্দরী।

জমিন যেখানে মিশেছে বালির বিস্তারে
আলগা আধপাগল স্মৃতিসব------- ডুবসাঁতার দেবে

যখন, নীলাভসুন্দরী সমুদ্র তা বুকপেতে নেবে
এটা জেনেও,
আবারও বারবার ফিরিয়ে আনবে
ডায়েরীর ঢেউয়ে ঢেউয়ে


অনুভবের ফটোগ্রাফি :

No comments:

Post a Comment